Punjab FC Holds Mumbai: মুম্বাইয়ের বিপক্ষে এগিয়ে থেকে ও আটকে গেল পঞ্জাব 

বর্তমানে সময় এগোনোর সাথে সাথেই জমজমাট হয়ে উঠছে ইন্ডিয়ান সুপার লিগ। একটা সময় প্রবল দাপটের সাথে নিজেদের অভিযান শুরু করেছিল একাধিক ফুটবল ক্লাব। যাদের তুলনায়…

Punjab FC Mumbai City FC

বর্তমানে সময় এগোনোর সাথে সাথেই জমজমাট হয়ে উঠছে ইন্ডিয়ান সুপার লিগ। একটা সময় প্রবল দাপটের সাথে নিজেদের অভিযান শুরু করেছিল একাধিক ফুটবল ক্লাব। যাদের তুলনায় সেই সময় অনেকটাই পিছিয়ে ছিল কলকাতা ময়দানের তিন প্রধান। তথা ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। যা চমকে দিয়েছিল সকলকে। কিন্তু সময়ের সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি। গতবারের মতো এবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মোহনবাগান। তাঁদের তুলনায় অনেকটাই পিছিয়ে প্রতিপক্ষ দল গুলিকে। এমনকি একটা সময় পাঞ্জাব এফসিকে শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে গন্য করা হলেও বর্তমানে অনেকটা পিছনে এই ফুটবল ক্লাব।

আসলে সময় এগোনোর সাথে সাথেই একের পর এক ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছে লুকা মাজসেনদের। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে দলের পয়েন্ট টেবিলে। বর্তমানে এই আইএসএলে সুপার সিক্সে নিজেদের মজবুত করাই প্রধান লক্ষ্য প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেদের। সেই পরিকল্পনা নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় টুর্নামেন্টের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব এফসি‌। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। 

   

এদিন পাঞ্জাব এফসির হয়ে একমাত্র গোল করেন স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেন। অপরদিকে মুম্বাই সিটির হয়ে গোল করে যান নিকোলাওস কারেলিস। বলাবাহুল্য, এই ম্যাচে জয় পেলে অনায়াসেই পয়েন্ট টেবিলের আরও কিছুটা উপরে চলে আসতে পারত পুলগা ভিদালরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে এদিন প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে দেখা গিয়েছিল পাঞ্জাব শিবিরকে। ম্যাচের প্রথম দশ মিনিটের মাথায় বল নিয়ে মুম্বাই রক্ষণে হানা দিয়েছিলেন লুকা মাজসেন। কিন্তু অনায়াসেই পরিস্থিতির সামাল দেন মুম্বাই গোলরক্ষক টিপি রেহানেশ। কিন্তু তাঁর কিছুক্ষণের মধ্যেই কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করেছিল মুম্বাই। কিন্তু ব্রান্ডন ফার্নান্দেজের বল টার্গেটে রাখতে পারেননি কারেলিস। বারে লেগে বল চলে যায় মাঠের বাইরে‌। 

তারপর সময় যত এগোয় ঘনঘন আক্রমণ শানাতে থাকে উভয় পক্ষ। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শুরুতেই পাল্টা আক্রমণে উঠে আসে পাঞ্জাব এফসি। সেখানেই আজমির সুলজিকের বাড়ানো পাস থেকে গোল করে যান লুকা মাজসেন। প্রথমার্ধের শেষে সেই গোলের ব্যবধানেই এগিয়ে ছিল ডিলমপেরিসের ছেলেরা। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় ভ্যান নিফের বাড়ানো পাস থেকে পাঞ্জাব রক্ষণে ঢুকে দুরপাল্লার শট নেন কারেলিস। সেখান থেকেই ম্যাচে ফেরে মুম্বাই শিবির। পরবর্তীতে হাড্ডাহাড্ডি লড়াই চললেও গোলের ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি কারুর পক্ষে।