আদ্রিয়ান লুনার দিকে নজর এবার পাঞ্জাবের?

চমকপ্রদ পারফরম্যান্সের মধ্য দিয়ে আগের ফুটবল মরসুম শুরু করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। তারপর…

Uruguayan Footballer Adrian Luna

চমকপ্রদ পারফরম্যান্সের মধ্য দিয়ে আগের ফুটবল মরসুম শুরু করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। তারপর সময় যত এগিয়েছিল ততই দেখা গিয়েছিল পাঞ্জাবের এই ফুটবল ক্লাবের দাপট। সেবার লুকা মাজসেন থেকে শুরু করে মিজল জ্যাকের মতো ফুটবলারদের পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল দেশের ফুটবলপ্রেমীদের। যারফলে টুর্নামেন্টের প্রথম লেগের পারফরম্যান্সের ভিত্তিতে আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা।

Also Read | অস্কারের সহকারী হিসেবে এবার আদ্রিয়ান, সঙ্গে কারা?

   

কিন্তু সেটা স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত লিগ টেবিলের দশম স্থানে শেষ করেছিল দল। তারপর সুপার কাপে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য থাকলেও কাজে আসেনি সেই লড়াই। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যারফলে হতাশাজনক ভাবে সিজন শেষ করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই সমস্ত কিছু ভুলে এবারের এই নয়া সিজনে করাই প্রধান লক্ষ্য পাঞ্জাব এফসির। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে না হলেও আসন্ন সুপার কাপ থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আইএসএলের এই দল।

adrian luna

Advertisements

Also Read | আদ্রিয়ান লুনাকে নিয়ে আগ্ৰহী আইএসএলের দুই ক্লাব

সেইমতো নিজেদের ঘর গোছাতে তৎপর ছিল ম্যানেজমেন্ট। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল ফুটবলারের নাম। ইতিমধ্যেই দলের সঙ্গে বেশ কয়েকজন ফুটবলার যুক্ত হলে ও বিগত কয়েক মাসে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল আয়োজন ঘিরে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। যারফলে খেলোয়াড়দের চূড়ান্ত করার ক্ষেত্রে কিছুটা ধীরে এগোতে শুরু করেছিল এই দল। ইতিমধ্যেই ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও দল গঠনের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় রয়েছে পাঞ্জাব।

Also Read | আদ্রিয়ান লুনার বিকল্প খোঁজা শুরু কেরালার, কে আসবেন?

বিশেষ সূত্র মারফত খবর, এই নয়া ফুটবল সিজনের কথা মাথায় রেখে এবার নাকি আদ্রিয়ান লুনাকে দলে টানার ক্ষেত্রে আগ্ৰহ প্রকাশ করেছে ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার্সের। তবে বাড়তি ট্রান্সফার দিয়ে একটা সময় তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে আগ্ৰহ দেখিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। কিন্তু মনে করা হচ্ছে এবার এই উরুগুয়ান তারকাকে দলে এনে মাঝমাঠকে আরও শক্তিশালী করতে চাইছে পাঞ্জাব এফসি।