হায়দরাবাদকে হারিয়ে আইএসএলের শীর্ষে পাঞ্জাব এফসি

তিন ম্যাচ অপরাজিত পাঞ্জাব এফসি (Punjab FC)। বুধবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আইএসএলের (ISL 2024) তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ…

Punjab FC Defeats Hyderabad FC

তিন ম্যাচ অপরাজিত পাঞ্জাব এফসি (Punjab FC)। বুধবার সন্ধ্যায় নিজেদের ঘরের মাঠে আইএসএলের (ISL 2024) তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে নিজামের শহরের এই ক্লাবের বিপক্ষে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব। এদিন দলের হয়ে গোল করলেন যথাক্রমে ইজেকুয়েল ভিদাল এবং ফিলিপ মিজলজ্যাক। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের শীর্ষে উঠে আসলো লুকা মাজসেনের ক্লাব।

   

গত দুই ম্যাচের পর এদিন ও যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে উঠে আসছিলেন মুশাগালুসা বাকেঙ্গারা। তাঁদের আটকাতে গিয়ে কার্যত হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল হায়দরাবাদের ডিফেন্ডারদের। বেশ কয়েকবার তাতে সফল হলেও সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় গোল তুলে নেয় পাঞ্জাব এফসি। গোল করে যান ইজেকুয়েল ভিদাল। প্রথমার্ধের শেষে তাঁর করা একমাত্র গোলেই এগিয়ে ছিল দল।

কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে ক্রমশ চাপ বাড়াতে থাকেন লেনি রড্রিগেজরা। তবে গোলের মুখ খোলা সম্ভব হয়নি। সুযোগ বুঝে মাঝমাঠ থেকে থ্রু ধরে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিলেও গোল তুলে আনতে পারেননি হায়দরাবাদের আপফ্রন্টের ফুটবলাররা। এসবের মাঝেই আক্রমণ প্রতি আক্রমণে উঠতে থাকে পাঞ্জাব। তারপর ৭১ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। এবার দলের হয়ে ব্যবধান বাড়ান মিজলজ্যাক। তারপর থেকেই যথেষ্ট চাপ বাড়তে থাকে হায়দরাবাদ ফুটবলারদের মধ্যে।

তারপর ৭৮ মিনিটের মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লিয়েন্ডার ডি’কুনহাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। যারফলে দশজনে হয়ে যায় সিংটোর হায়দরাবাদ দল। কিন্তু তারপরেও আর গোলের ব্যবধান বাড়নো সম্ভব হয়নি পাঞ্জাব ফুটবলারদের পক্ষে।