সবুজ-মেরুনের হাত থেকে এই তারকাকে ছিনিয়ে নিল আইএসএল টিম

গতবারের আইএসএল জয় করার পর এবারের এই নতুন মরশুমে ও দারুন ছন্দের মধ্য দিয়েই সিজন শুরু করেছিল মেরিনার্সরা। প্রথমেই তারা পরাজিত করে পাঞ্জাব এফসির মতো…

sahil tavora

গতবারের আইএসএল জয় করার পর এবারের এই নতুন মরশুমে ও দারুন ছন্দের মধ্য দিয়েই সিজন শুরু করেছিল মেরিনার্সরা। প্রথমেই তারা পরাজিত করে পাঞ্জাব এফসির মতো ফুটবল দলকে‌। তারপর জামশেদপুর হোক বা অন্য কোনো দল। জয়ের ধারা বজায় ছিল বহুদিন। যারফলে, একটা সময়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল মোহনবাগান। তবে সময় এগুলোর সাথে সাথে বদলাতে থাকে পরিস্থিতি।

আইএসেলের পাশাপাশি এএফসি কাপের মতো টুর্নামেন্টেও অংশ নেয় এই দল। সেখানে প্রথমদিকে দলের পারফরম্যান্স ভালো থাকলেও পরবর্তীতে হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে ময়দানের এই প্রধান। বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস এর কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর কিছুটা হলেও আশা জিইয়ে রেখেছিল মোহনবাগান। কিন্তু পরবর্তীতে সার্জি ও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে ব্যাপকভাবে ধরাশায়ী হয়ে এএফসি কাপের স্বপ্ন শেষ হয়ে যায় তাদের।

তারপর আইএসএলের ম্যাচে ও কার্যত নাস্তানাবুদ হতে হয় নৌকা ব্রিগেডকে। যার দরুন কোচ বদলের সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। দলের দায়িত্ব তুলে দেওয়া হয় টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসের হাতে। একরকম ডামাডোল পরিস্থিতির মধ্য দিয়েই বছর শেষ করেছিল মোহনবাগান। তার উপর সুপার কাপেও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি দলের। তবে নিজেদের পুরোনো ছন্দে আইএসএলের দ্বিতীয় লেগ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। এক্ষেত্রে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেক্ষেত্রে প্রতিপক্ষ দল হায়দরাবাদ এফসির তরুণ তারকা মিডফিল্ডার সাহিল টাভোরার দিকে নজর ছিল বহুদিন ধরেই।

কথাবার্তা ও একপ্রস্থ হয়ে গিয়েছিল তাদের। কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি। বলা যায় মোহনবাগানের হাতের সামনে রেখেই লোন ডিলের এই তরুণ ফুটবলারকে দলে টেনে নেয় পাঞ্জাব এফসি। যারফলে, এই বাকি মরশুমটা এই দলের হয়েই খেলতে দেখা যাবে সাহিলকে। উল্লেখ্য, এবারের এই সিজনের শুরুটা খুব একটা ভালো যায়নি পাঞ্জাব এফসির। ড্র করার পাশাপাশি একাধিক ম্যাচে পরাজিত হতে হয়েছিল তাদেরকে। যার দরুন পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই লেগ শেষ করতে হয়েছে তাদের। কিন্তু এবারের এই দ্বিতীয় লেগ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব।