Transfer Window: নতুন দল পেলেন কৃষ্ণা

আরও একবার দল বদলের (Transfer Window) খবর ভেসে এল সামাজিক মাধ্যমে। তরুণ ভারতীয় ফুটবলারকে সই করিয়েছে পাঞ্জাব এফসি। সোমবার সন্ধ্যায় পাওয়া গিয়েছিল দল বদলের এই খবর।

tejas krishna

আরও একবার দল বদলের (Transfer Window) খবর ভেসে এল সামাজিক মাধ্যমে। তরুণ ভারতীয় ফুটবলারকে সই করিয়েছে পাঞ্জাব এফসি। সোমবার সন্ধ্যায় পাওয়া গিয়েছিল দল বদলের এই খবর। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে হয়েছে এই সই সংবাদ।

Advertisements

আই লীগের চ্যাম্পিয়ন দল। তাই আসন্ন মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ খেলতে চলেছে পাঞ্জাব এফসি। আই লীগের থেকে ইন্ডিয়ান সুপার লীগ আরও কঠিন বলে মনে করা হয়। তাই স্কোয়াডে কিছু পরিবর্তন করা জরুরি। সেই কাজটাই চালিয়ে যাচ্ছে পাঞ্জাবের ফুটবল দল। সোমবার রিজার্ভ বেঞ্চে লোক বল বৃদ্ধি করার কথা জানাল এই ক্লাব।

   

আরও পড়ুন: Transfer Window: সেরা সুযোগ পেয়ে গেলেন ভারতীয় ফরোয়ার্ড।

দলের রক্ষণ বিভাগে লোক বাড়াচ্ছে পাঞ্জাব এফসি। সোমবার সামাজিক মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে এক নতুন ডিফেন্ডারকে দলে নেওয়ায় কথা জানানো হয়েছে। আগামী দিনে আইএসএল খেলতে দেখা যেতে পারে উদীয়মান তেজস কৃষ্ণাকে। কৃষ্ণা ভারতীয় ফুটবল একেবারে তরুণ এক ফুটবলার। সিনিয়র ফুটবলে এখনও সেই অর্থে পরীক্ষিত নন। এখনও পর্যন্ত পাঞ্জাব এফসি তার কেরিয়ারের সব থেকে বড় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হতে পারে।

কেরালা ব্লাস্টার্সের যুব দলে ছিলেন তেজস কৃষ্ণা। এরপর সিনিয়র দলে আর খেলার সুযোগ পাননি ২২ বছর বয়সী এই ডিফেন্ডার। এছাড়াও ওজোন এফসির সঙ্গে যুক্ত ছিলেন তেজস কৃষ্ণা। পাঞ্জাবের হয়ে মাঠে নেমে নিজের নাম চেনাতে চাইবেন কেরালার এই ফুটবলার।