পুজোর দিন গুলিতে ক্যাপ ফাটানোর স্মৃতিচারণ করলেন প্রভাত লাকরা

Pujo memories: আজ মহা সপ্তমী। আপামর বাঙালির প্রাণের উৎসব তথা দুর্গোৎসবের প্রথম দিন। মহালয়ার পর থেকে দুর্গা পুজোর দামামা বেজে গেলেও সপ্তমী থেকে দশমী আলাদা…

Provat Lakra Celebrates Special DurgoPujo

Pujo memories: আজ মহা সপ্তমী। আপামর বাঙালির প্রাণের উৎসব তথা দুর্গোৎসবের প্রথম দিন। মহালয়ার পর থেকে দুর্গা পুজোর দামামা বেজে গেলেও সপ্তমী থেকে দশমী আলাদা একটা মাত্রা পায় আপামর বাঙালির কাছে। তবে সময়ের সাথে সাথে প্রতিটি ক্ষেত্রেই মানুষের জীবনধারার ব্যাপক পরিবর্তন আসলেও বিশেষ দিনগুলিতে মনের জানালায় এসে উঁকি মারে অতীতের বহু স্মৃতি। সেটা যদি আবার দুর্গোৎসব হয় তাহলে তো জুড়ি মেলা ভার। এই প্রানের উৎসবকে কেন্দ্র করে অতীতের একাধিক মুহুর্ত তুলে ধরলেন ভারতীয় ডিফেন্ডার প্রভাত লাকরা।

গত কয়েক মরসুম ধরেই ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট নজর কাড়ছেন এই লেফট ব্যাক। একটা সময় সার্দান সমিতির হয়ে প্রথম নজর কেড়েছিলেন এই বাঙালি ফুটবলার। সেখান থেকেই পরবর্তীতে চলে গিয়েছিলেন গোকুলাম কেরালা এফসি। তারপর নর্থইস্ট ইউনাইটেডের হয়ে প্রথম ইন্ডিয়ান সুপার লিগ খেলতে আসা। সেখান থেকেই গত মরসুমে জামশেদপুর এফসির জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল তাঁর। যারফলে এই নয়া সিজনে এই দাপুটে ডিফেন্ডারকে দলে নেয় ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

   

পুজোর দিনে নিজের ছোটবেলার বেশকিছু স্মৃতি তুলে ধরলেন প্রভাত লাকরা। তিনি বলেন, “ছোটবেলাকার পুজো এখনও মনে পড়ে যখন পাড়ার কলোনিতে ছোট ক্যাপ ওয়ালা বন্দুক ফাটানো। সেই দিন গুলো খুব মনে পড়ে। তবে এখন আইএসএল আসার পর দিনগুলো অনেক বদলে গেছে। প্রফেশনাল ফুটবলার হিসেবে থাকার কারণে অনেক সময় পুজো মিস হয়। বাইরে থাকা হয়। তবে এই বছর আবার আমি কলকাতায়। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে রয়েছি কলকাতায়। আশা করি লাল-হলুদ জার্সি আরও ভালো সময় কাটাতে পারব।”

তিনি আরও বলেন, ” বিশেষ করে অষ্টমী আমাদের সকলের কাছেই যথেষ্ট স্পেশাল। এটা সবার কাছেই প্রিয় দিন হয়ে থাকে। এদিন ভোগ পাওয়া যায়। পাড়ার সবাই একসাথে বসে ভোগ খাওয়া, সেটা একটা বিশেষ মুহূর্ত। বলতে গেলে অষ্টমী সর্বদাই বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” কিছুক্ষণ আগেই তাঁর এই বক্তব্য তুলে ধরা হয় লাল-হলুদের ফেসবুক পেজে।