খোলা রয়েছে ট্রান্সফার উইন্ডো (Transfer window)। সেই সুযোগে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে দেশের প্রায় প্রতিটা ফুটবল ক্লাব। অন্যান্যবারের মতো এবারেও আলোচনায় রয়েছে ইন্ডিয়ান সুপার লীগের একাধিক ফুটবল ক্লাব। আলোচনা চলছে মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলকে নিয়েও। এরই মধ্যে দল বদল করলেন ইস্টবেঙ্গলের এক তরুণ ফুটবলার।
সামনে যেমন ইন্ডিয়ান সুপার লীগ রয়েছে, তেমনই বাংলায় বেজে গিয়েছে কলকাতা ফুটবল লীগের দামামা। হাতে সময় কম থাকে দ্রুত গতিতে দল গোছাতে হয় লীগে অংশ নেওয়া ক্লাবগুলোকে। এখানেও কাজ করে দল বদলের বিভিন্ন সম্ভাবনা। এবার বেশ সম্ভাবনাময় এক ফুটবলারকে দলে নিল ক্যালকাটা কাস্টমস। ইস্টবেঙ্গল থেকে তরুণ ফুটবলার যোগ দিলেন ক্যালকাটা কাস্টমসের ফুটবল দলে।
অনেক সম্ভাবনা নিয়ে এক সময় আলোচনায় উঠে এসেছিলেন বিষ্ণু টিএম। করেছিলেন হ্যাটট্রিক। দেরি না করে নিজেদের শিবিরে তাকে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেখানে সুযোগ পেলেন না বিষ্ণু। তারকাদের ভিড়ে এক প্রকার ব্রাত্য রইলেন মরসুম জুড়ে। যদিও কলকাতা ময়দান তাকে ভোলেনি। কারণে তার অসাধারণ গোল করার ক্ষমতা এবং প্রতিপক্ষের গোলের সামনে সঠিক সময়ে, সঠিক অবস্থানে চলে যাওয়ার স্কিল রয়েছে বিষ্ণু টিএম এর।
২০২২-২৩ মরশুমের আগে ফরোয়ার্ড বিষ্ণু টিএমকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। তারও আগে তিনি চর্চায় এসেছিলেন এক ম্যাচে তিন গোল করার সুবাদে। কলকাতা লীগে করেছিলেন হ্যাটট্রিক। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরিয়ান ক্লাবের হয়ে গড়েছিলেন এই কৃতিত্ব। বিষ্ণু টিএম কেরালার বাসিন্দা। অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কিদারপুর এসসির বিরুদ্ধে অভিষেক ম্যাচে ।


