Richa Ghosh: জাতীয় দলে ‘বঞ্চিত’ বাংলার মেয়ে ডাক পেলেন বিদেশে

১৩ জুলাই বৃহস্পতিবার ২০২৩ দ্য হান্ড্রেড সংস্করণের জন্য ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষকে (Richa Ghosh) সই করানোর কথা ঘোষণা করেছে লন্ডন স্পিরিট (London Spirit)।

Richa Ghosh Secures The Hundred Contract with London Spirit after Missing Out on India's T20I Team

১৩ জুলাই বৃহস্পতিবার ২০২৩ দ্য হান্ড্রেড সংস্করণের জন্য ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষকে (Richa Ghosh) সই করানোর কথা ঘোষণা করেছে লন্ডন স্পিরিট (London Spirit)। আসন্ন সংস্করণের জন্য লন্ডন স্পিরিট-এর দলে অস্ট্রেলিয়ার জর্জিয়া রেডমায়েনের পরিবর্তে নাম নেওয়া হবে রিচার। স্মৃতি মন্ধনা এবং হরমনপ্রীত কৌরের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের এই অনন্য একশো বলের টুর্নামেন্টে অংশ নেওয়ার নজির গড়বেন রিচা।

২০২৩ টি- ২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার সত্ত্বেও মহিলা প্রিমিয়ার লিগে ভালো খেলতে পারেননি বাংলার ১৯ বছরের রিচা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আট ম্যাচে গড়ে ২৩ রানে মাত্র ১৩৮ রান করেন তিনি, স্ট্রাইক রেট ১৩৫.২৯।
ধারাবা

হিকতার অভাব থাকলেও বাংলাদেশ সফরে রিচার নাম না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ভালো খেলেছিলেন ২২ বছরের যস্তিকা ভাটিয়া। ফলে রিচাকে পিছনে ফেলে আন্তর্জাতিক স্তরে এগিয়ে যান তিনি। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলের সাথে ছিলেন উমা ছেত্রী।

তবে রিচার সামনে এসেছে একটি বড়ো সুযোগ। মহিলা ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলির একটিতে তার যোগ্যতা দেখানোর সুযোগ এসেছে এবার। ইংলিশ অধিনায়ক হিদার নাইটের নেতৃত্বে শেষ বার লন্ডন স্পিরিট মাত্র দুটি জয় নিয়ে সপ্তম স্থানে যাত্রা শেষ করেছিল। সেখান থেকে দলকে কতটা উপরে আনা যায়, দলের সাথে সেই চেষ্টাই করবেন বাংলার রিচা।