Santosh Trophy : কেরালার বিরুদ্ধে নজর কাড়লেন মহামেডান, ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার

Santosh-Trophy1

লড়াই করেও কেরালার বিরুদ্ধে পরাস্ত বাংলা। সোমবার সন্তোষ ট্রফির (Santosh Trophy) ম্যাচে দুই গোলে হেরেছে মনোরঞ্জন ভট্টাচার্যের দল। ম্যাচ হারলেও বাংলার (Bengal vs Kerala) জন্য রয়েছে কিছু ইতিবাচক দিক।

বাংলা (Santosh Trophy) যেমন গোল করতে পারতো, তেমন আরও গোল হজমও করতে পারতো। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে নিজের দায়িত্ব পালন করেছেন গোলরক্ষক প্রিয়ান্ত সিং (Priyant Singh)। বেশ কয়েকটি ক্ষেত্রে দলের অনিবার্য পতন রোধ করেছেন তিনি।

   

বিরতির পর বাংলার রক্ষণভাগে চাপ বাড়িয়েছিল বাংলা। এক সময় দুই দলের অধিকাংশ ফুটবলার ছিলেন বাংলার অর্ধে। নিজেদের মধ্যে পাশ, বল স্ন্যাজ করে পজিশন নিজেদের কাছে রেখেছিল কেরালা। তেমনই ছিল আক্রমণের ধার।

এদিন প্রিয়ান্ত ফর্মে না থাকলে আরও বড় লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হতে পারতো বঙ্গ সন্তানদের। বিরতির পর কেরালার নিশ্চিত কিছু গোল বাঁচিয়েছেন তিনি।

প্রিয়ান্ত কলকাতার মাঠে পরিচিত মুখ। ২০১০-১২ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে সিনিয়র কেরিয়ার শুরু করার পর খেলেছেন একাধিক ক্লাবে। এরিয়ান, মহামেডান স্পোর্টিং ক্লাব সহ একাধিক ক্লাবে যুক্ত ছিলেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন