CFL: হরিপালের প্রিয়ঙ্কর খেলেছেন গোয়ায়, এবারেও টালিগঞ্জে

এবারের কলকাতা ফুটবল লিগে (CFL) ফুটবল প্রেমীদের নজরে থাকবে টালিগঞ্জ অগ্রগামী। নতুন করে দল তৈরি করেছে ক্লাব। স্কোয়াডে রয়েছেন এক ঝাঁক প্রতিশ্রুতিবান ফুটবলার। তার মধ্যে অন্যতম প্রিয়ঙ্কর মালিক। হরিপালের ছেলে প্রিয়ঙ্কর মালিক। খেলেন সাইড ব্যাক পজিশনে। রাইট, লেফট দুই প্রান্তেই খেলতে পারেন তিনি। টালিগঞ্জের হয়ে নিয়মিত খেলার ব্যাপারে আশাবাদী। বাংলা ছাড়াও গোয়া প্রফেশনাল লিগে গিয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রিয়ঙ্করের।

   

East Bengal: ভিডিও পোস্ট করে দিমিত্রি জল্পনা উস্কে দিল ইস্টবেঙ্গল

বছর চব্বিশের প্রিয়ঙ্কর মালিক ইতিমধ্যে খেলেছেন একাধিক ক্লাবের হয়ে। টালিগঞ্জ অগ্রগামীর হয়ে আগেও তিনি খেলেছেন। গোয়ায় খেলেছিলেন ভাস্কোর হয়ে। টালিগঞ্জের হয়ে এর আগে দুটো মরসুম খেলেছেন। এই নিয়ে তৃতীয় মরসুমে খেলবেন।

প্রিয়ঙ্কর ফোনে জানিয়েছেন, “গ্রামে পেশাদার ফুটবলার হওয়ার চল নেই বললেই চলে। মিনিট চল্লিশ সাইকেল চালিয়ে হরিপাল স্টেশন। সেখান থেকে ট্রেন।”

Dimitrios Diamantakos: অফিসিয়াল! দিমিত্রি ইস্টবেঙ্গলেই

টালিগঞ্জের এর আগের দুই মরসুমে নিজের পারফরম্যান্স সম্পর্কে তিনি জানিয়েছেন, “গতবারের সিএফএল-এ খুব বেশি খেলার সুযোগ পাইনি। তার আগেরবার ভাল পারফরম্যান্স করেছিলাম। এবার আরও বেশি করে সুযোগ পাবো বলে আশা করছি।” প্রিয়ঙ্কর মালিক এ-ও জানিয়েছেন, “এবারে আমাদের স্কোয়াড একদমই নতুন। পুরোনোদের মধ্যে আমি রয়েছি। ম্যানজেমেন্ট আমার প্রতিভার ওপর আস্থা রেখেছেন। ভাল খেলে আগামী দিনে সন্তোষ ট্রফি খেলার ইচ্ছা রয়েছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন