IPL মেগা নিলাম নিয়ে প্রীতি জিন্টার চাঞ্চল্যকর টুইট পোস্ট 

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মেগা নিলামের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে।এই নিলাম চলবে টানা দু’দিন,১২ এবং ১৩ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে,”মোট ৫৯০ জন ক্রিকেটার মেগা নিলামের তালিকাতে রয়েছে, ১২ এবং ১৩ ফেব্রুয়ারী, ২০২২’এ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা মেগা নিলামে।”

Advertisements

IPL’র এই মেগা নিলাম নিয়ে পাঞ্জাব কিংসের KPH ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার তথা অভিনেত্রী প্রীতি জিন্টার টুইট পোস্ট এই মুহুর্তে ভাইরাল। প্রীতি জিন্টার ভাইরাল টুইট পোস্ট হল,” টাটা আইপিএল নিলাম দেখার জন্য প্রস্তুত। লাল নিলাম প্যাডেলের পরিবর্তে আমার বাহুতে একটি সুন্দর উষ্ণ শিশুকে পেয়ে আশ্চর্যজনক লাগছে সকল সেরা @PunjabKingsIPL 👍👍 আসুন আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি এবং মনোযোগী হই।”

   
Advertisements

IPL’র ১৫ তম মরসুমের মেগা নিলাম নিয়ে ক্রিকেট মহলে উত্তেজনার পারদ তুঙ্গে। IPL ২০২২ এর নিলামে ১০ জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার তালিকাতে রয়েছ। বাংলা থেকে রয়েছেন রবি কুমার । মোট ১৫ জন বাংলার ক্রিকেটার নিলামে উঠছেন।