আপাতত জল্পনার অবসান। পুরোনো ক্লাবেই থাকছেন প্রীতম কোটাল (Pritam Kotal)। কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) তাদের একটি স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে রয়েছে তারকা বঙ্গ তনয়ের নাম। নিজের পুরোনো ফর্মে ফিরতে চাইবেন প্রীতম। সেই সঙ্গে নতুন কোচের অধীনে খেলে দলকে এনে দিতে চাইবেন সাফল্য।
Mohun Bagan: কাউকোর বদলে মোহনবাগানে ডেল পোজো?
কেরালা ব্লাস্টার্স নতুন কোচ নিয়োগ করেছে। স্কোয়াডে হচ্ছে রদবদল। ২০২৩-২৪ মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে ধারাবাহিকভাবে ফর্মে ছিলেন না প্রীতম কোটাল। কিছু ক্ষেত্রে সমর্থকদের হতাশ করেছিলেন। টিম ম্যানেজমেন্টও কি আস্থা হারিয়েছে প্রীতমের ওপর থেকে? এই প্রশ্ন উঠেছিল এক সময়।
The squad has assembled and we’re ready for Thailand! 🇹🇭 Let’s get this preseason started! 👊🏼
Read More 🔗 : https://t.co/8HMQK45JWk#KBFC #KeralaBlasters #BlastersInThailand pic.twitter.com/mOG2dJOSIN
— Kerala Blasters FC (@KeralaBlasters) July 3, 2024
ট্রান্সফার মার্কেটে একাধিক নামীদামী ফুটবলারকে নিয়ে জল্পনা চলছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেভিওয়েট বিদেশি ফুটবলারদের কেন্দ্র করে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। তুলনায় প্রীতম কোটালকে নিয়ে এখন জল্পনা কম। তবে কৌতূহল রয়েছে। বিগত কয়েক বছরে প্রীতম ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম ধারবাহিক ফুটবলার। একটা মরসুম আশানুরূপভাবে খেলতে না পারলেও তাঁকে ঘিরে এখনও প্রত্যাশা রয়েছে।
দেশে ফিরল বিশ্বজয়ী টিম ইন্ডিয়া, দিনভর মেগা সেলিব্রেশন কর্মসূচি
ইয়েলো আর্মিতেই আপাতত রয়েছেন প্রীতম। তাঁকে স্কোয়াডে রেখেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করতে চলেছে কেরালা ব্লাস্টার্স। বিদেশে গিয়ে প্রস্তুতি সারবেন প্রীতম কোটাল, প্রবীর দাসরা।