Pritam Kotal : কবে থেকে কেরালা দলের সাথে অনুশীলন করবেন প্রীতম?

pritam kotal

গত কয়েকমাসে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলার কে দলে টেনেছে মোহনবাগান সুপারজায়ান্টস। অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লিগ খেলা ফুটবলার আর্মান্দো সাদিকুর মতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় তারকাদের মধ্যে রয়েছেন যথাক্রমে অনিরুদ্ধ থাপা ও আনোয়ার আলির মতো তারকা ফুটবলাররা। তবে সেখানেই শেষ নয়।

গত কয়েকদিন ধরেই প্রশ্নের মুখে পড়ছিল বাগান অধিনায়ক প্রীতম কোটালের (Pritam Kotal) ভবিষ্যত। আগত ফুটবল মরশুমে আদৌও কি সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে এই বাঙালি ফুটবলার কে? সেই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মোহনবাগান সমর্থকরা। বর্তমানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে সমস্ত কিছু।

   

রেকর্ড ট্রান্সফার ফি এর পাশাপাশি কেরালা দলের সাথে সোয়াপ ডিল সেরেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যারফলে, আসন্ন মরশুমে ভারতীয় ফুটবল দলের উদীয়মান প্রতিভা সাহাল আবদুল সামাদ খেলবেন মোহনবাগান জার্সিতে। আর প্রীতম কোটাল খেলবেন কেরালা ব্লাস্টার্সের জার্সিতে। তাই সামাদের আসার খুশির পরিবেশ দেখা দিলেও বাগান অধিনায়কের চলে যাওয়ায় মন খারাপ সমর্থকদের একাংশের।

একটা সময় বেঙ্গালুরু এফসির তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এই তারকা ডিফেন্ডারের কাছে। তবে সবুজ-মেরুনে থাকতে চেয়ে সহজেই ফিরিয়ে দিয়েছিলেন সেই প্রস্তাব। তবে নতুন মরশুমে আর খেলা হচ্ছে না তার এই প্রিয় দলের জার্সিতে। আগামী সপ্তাহের শেষের দিকেই শহর থেকে বিদায় নেবেন এই বাঙালি ফুটবলার। জানা যাচ্ছে, আগামী ২১ জুলাই কলকাতা থেকে কোচি উড়ে যাবেন গতবারের আইএসএল জয়ী এই অধিনায়ক।

তারপর বিশ্রাম নিয়ে যোগ দেবেন কেরালা দলের অনুশীলনে। উল্লেখ্য, নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে প্রতিদ্বন্দ্বী ক্লাব বেঙ্গালুরু থেকে প্রবীর দাস কে গত কয়েকমাস আগেই ছিনিয়ে নিয়েছিল কেরালা। যা নিঃসন্দেহে বড়সড় চমক। এবার সামাদের পরিবর্তে প্রীতম কোটাল আসায় দুই বাঙালি ফুটবলার তথা পুরোনো দুই বন্ধু কে খেলতে দেখা যাবে কেরালার জার্সিতে।

একটা সময় এটিকে ও এটিকে মোহনবাগানের জার্সিতে মাঠ কাঁপিয়েছিলেন প্রবীর-প্রীতম। ডার্বি জয়ের পাশাপাশি একসাথে আইএসএল ট্রফি নিয়ে সেলিব্রেশন ও করেছেন দুজনে। তবে গত মরশুমে দল ছেড়ে প্রবীর বেঙ্গালুরু এফসিতে সই করলেও নতুন মরশুমে ফিরতে চলেছে সেই চেনা ছবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন