East Bengal সমর্থকদের আশায় জল ঢেলে সই করলেন না বঙ্গ তনয়

East-Bengal

প্রীতম কোটালকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল দলবদলের বাজারে। কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) এবং ইস্টবেঙ্গল (East Bengal) তাঁকে দলে নেওয়ার ব্যাপারে তৎপর ছিল বলে শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত পুরনো ক্লাবেই (ATK Mohun Bagan) থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম (Pritam Kotal)।

Advertisements

আগামী মরসুমেও এটিকে মোহন বাগানে থাকছেন প্রীতম কোটাল। গতবারের তুলনায় বঙ্গ তনয়ের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: মহামেডানের এই ফুটবলারের নাম লেখা থাকবে ইতিহাসে

শোনা যাচ্ছে, তিন বছরের চুক্তিতে ফের সবুজ মেরুন শিবিরে থাকতে চলেছেন কোটাল। তবে আগের চুক্তি থেকে বেশি টাকা পেতে চলেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী পূর্বের চুক্তি থেকে ৩০ শতাংশ বেশি টাকা পেতে চলেছেন । সব মিলিয়ে আগামী ৩ বছর পাঁচ কোটি টাকা অর্জন করবেন প্রীতম। এর পাশাপাশি পারফরম্যান্স ভালো থাকলে দুই বছর চুক্তি বাড়ানো হতে পারে।

Advertisements

আরও পড়ুন: East Bengal সমর্থকদের জন্য রয়েছে একের পর এক চমক

উত্তরপাড়ার প্রীতমকে দলে নেওয়ার জন্য মোটা টাকার প্রস্তাব দিয়েছিল কেরালা। ইস্টবেঙ্গল ক্লাবও খুব একটা পিছনে ছিল না বলে জানা গিয়েছিল সম্প্রতি। দিন কয়েক আগেও প্রবল হয়েছিল দল বদলের হাওয়া। শেষ পর্যন্ত দল না বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম কোটাল।