ATK Mohun Bagan: বাগান সমর্থকদের আচরণে খুব একটা খুশি নন প্রীতম, কিন্তু কেন?

গত ফুটবল মরশুমটা খুব একটা খারাপ যায়নি সবুজ-মেরুনের (ATK Mohun Bagan) পক্ষে। শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে দল।

Pritam Kotal

গত ফুটবল মরশুমটা খুব একটা খারাপ যায়নি সবুজ-মেরুনের (ATK Mohun Bagan) পক্ষে। শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে দল। তারপর ফাইনালে বেঙ্গালুরু এফসি কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান। যা নিয়ে খুশির আমেজ তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে।

সেইসাথে নামের আগে থেকে এটিকে রিমুভ করার কথাও দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার তরফ থেকে ঘোষণা হতেই , খুশির আমেজ দ্বিগুণ হয়ে ওঠে আপামর বাগান সমর্থকদের মধ্যে। তারপর থেকে এখানো পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে দলের এই সাফল্য নিয়ে অনুষ্ঠানের আয়োজন করছে একাধিক ফ্যানস ক্লাব। সেইমতোই গত ১৪ তারিখ এক অভিজাত রিসোর্টে নববর্ষের পাশাপাশি দলের সাফল্য কে মাথায় রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিরাটী মেরিনার্স। সেখানে উপস্থিত থেকে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রদান করেন দলের অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)।

প্রথমে দলের সকল সভ্য সমর্থক ও আয়োজকদের শুভেচ্ছা জানান উত্তরপাড়ার এই তারকা ফুটবলার। এরপরেই দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কোনো ফুটবলার কে যদি খারাপ কথা বলতে হয় তাহলে মাঠে এসে বলুন। কোনো অনলাইন মাধ্যমে নয়। খেলোয়াড়দের উপর রাগ থাকলে গ্যালারিতে এসে সামনাসামনি গালাগালি দিন। মেনে নেবে আমরা।

তবে কোনো নেটমাধ্যম থেকে খেলোয়াড়দের গালিগালাজ করবেন না এবং তাদের পরিবার নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। এছাড়াও তিনি বলেন, মোহনবাগানের অধিনায়ক হওয়ার পাশাপাশি বাঙালি ফুটবলার হওয়ার দরুন আমি হয়ত সব মেনে নেব। কিন্তু বাইরের ছেলেরা এসব মেনে নেবে না। এতে দলের ঐতিহ্যে কালো দাগ তৈরি হচ্ছে। সেজন্য, যদি কিছু বলার থাকে আমাদের অর্থাৎ বাঙালি ফুটবলারদের বলুন। বাইরের কাউকে এসব বলবেন না। তারা যেন না ভাবে যে মোহনবাগানের জার্সি পড়লে গালাগালি খেতে হয়।

তবে এখানেই শেষ নয়। বাগান তথা ভারতীয় দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডার আরও বলেন, প্রত্যেক বছর সবার সমান যায় না। এবারের ফুটবল মরশুমে লিস্টন কোলাসোর ফর্ম খুব একটা ছিল না। তবে আমরা আশা করতে পারি আগামী মরশুমে ও দলের হয়ে ১০টির ও বেশি গোল করবে। তাই আপনারা সবাই পাশে থাকুন। মাঠে এসে দলকে সমর্থন করতে থাকুন।