সব জল্পনার অবসান ঘটিয়ে, এশিয়ার প্রাচীনতম ফুটবল (Football) টুর্নামেন্ট ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) নির্ধারিত সময়েই শুরু হতে চলেছে। ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা চলতি বছরের ২৩ জুলাই থেকে শুরু হবে।
Read Hindi: Durand Cup 2025 बागान की भागीदारी पर सस्पेंस के बीच तय समय पर होगी शुरुआत!
তবে এবারের আসর আগের চেয়ে বেশ কিছুটা আলাদা হতে পারে । সম্ভবত আইএসএলের সাতটি ক্লাব এবারে অংশগ্রহণ না করায় অনেকটাই বদল আসতে পারে টুর্নামেন্টের রূপরেখায়। এর ফাঁকা স্থান পূরণ করতে ভারতীয় সেনাবাহিনী এবং আয়োজক সংস্থাগুলি এগিয়ে এনেছে সাতটি নতুন দল। তাদের মধ্যে রয়েছে লাদাখের প্রথম দল লাদাখ এফসি, কাশ্মীরের রিয়াল কাশ্মীর এফসি এবং আধা-সামরিক বাহিনীর দল আইটিবিপি।
২০২৫–২৬ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ফেডারেশন এবং FSDL মধ্যে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) সংক্রান্ত অমীমাংসিত বিষয়ের কারণে। এর ফলস্বরূপ সাতটি আইএসএল ক্লাব এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি ও হায়দরাবাদ এফসি এবারের দুরান্ড কাপে অংশ নেবে না।
অবশ্য ইস্ট বেঙ্গল, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড, মহামেডান এসসি ও পাঞ্জাব এফসি তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। গতবারের আইএসএলে শিল্ড এবং কাপ জয়ী মোহনবাগানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখতে এবং টুর্নামেন্টের মর্যাদা অটুট রাখতে ভারতীয় সেনাবাহিনী এবারে বেশ কিছু নতুন দল ও ইনস্টিটিউশনাল ক্লাব-কে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গিয়েছে। অংশগ্রহণকারী নতুন দলগুলি হল: লাদাখ এফসি – লাদাখ অঞ্চলের প্রথম ক্লাব হিসেবে ইতিহাস গড়তে চলেছে, রিয়াল কাশ্মীর এফসি, নামধারী এসসি, আইটিবিপি (ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ), সাউথ ইউনাইটেড এফসি, ডায়মন্ড হারবার এফসি সহ আরও কিছু দল শীঘ্রই ঘোষণা করা হবে।
৪ জুলাই রাষ্ট্রপতি ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ডুরান্ড কাপের (Durand Cup 2025) ট্রফি উন্মোচন করেন এবং আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা ঘোষণা করেন। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “১৩৪ বছরের এই ঐতিহ্য রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডুরান্ড কাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম স্তম্ভ।”
President Droupadi Murmu unveiled and flagged off the Trophies of the Durand Cup Tournament 2025 at a function held at Rashtrapati Bhavan. The President said that events like the Durand Cup not only foster the spirit of the game but also help develop the next generation of… pic.twitter.com/1S0qdsZvne
— President of India (@rashtrapatibhvn) July 4, 2025
President of India Droupadi Murmu unveils Trophies of Durand Cup 2025 Tournament