President Droupadi Murmu: রাষ্ট্রপতিকে সংবর্ধনা কলকাতা ময়দানের দুই প্রধানের

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বাংলা সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Droupadi Murmu)। সকালেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সহ একাধিক স্থানে গিয়েছিলেন তিনি

President Droupadi Murmu

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বাংলা সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Droupadi Murmu)। সকালেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সহ একাধিক স্থানে গিয়েছিলেন তিনি। আজ বিকেলেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তাঁকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ডাঃ প্রনব দাসগুপ্ত। হাতে তুলে দিলেন ক্লাবের উত্তরীয়।

সেইসাথে রাষ্ট্রপতি কে উপহার হিসেবে দিলেন ক্লাবের শতবর্ষ সম্বলিত সোনার কয়েন ও ক্লাবের পুস্তিকা। পাশাপাশি দেওয়া হল একটি সুদৃশ্য পেইন্টিং ও তার পছন্দের মিষ্টি। তবে শুধুমাত্র ইস্টবেঙ্গল ই নয় একইসাথে তাঁকে শুভেচ্ছা জানায় এটিকে মোহনবাগান ক্লাব।

আজ তার এই আগমনে খুশি আপামর ফুটবলপ্রেমী জনতা। আগামীকাল ই নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসতে চলেছে লাল-হলুদের সাবেক কর্তারা। চলতি মরশুমে খুব একটা ভালো ছিল না দলের পারফরম্যান্স। তাই এখন থেকেই আগামী মরশুমের জন্য ভালো দল তৈরির কাজে হাত দিতে চায় ইমামি ইস্টবেঙ্গল।

সেই নিয়েই আগামীকাল বিশেষ বৈঠক দুই পক্ষের। পাশাপাশি আলোচনা হতে পারে দলের কোচের বিষয়ে। উল্লেখ্য, আসন্ন সুপার কাপের পরেই স্টিফেন কনস্ট্যানটাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ইস্টবেঙ্গল। তাই আগামী মরশুমে কাকে দেওয়া হতে পারে দলের দায়িত্ব এখন সেদিকেই তাকিয়ে সবাই। অন্যদিকে আইএসএল জয়ের পর সুপার কাপ জেতার লক্ষ্য সবুজ-মেরুনের।