কিম আনহকে হারিয়ে প্যারিস অলিম্পিকে (Paris Olympics) মহিলাদের ৫৪ কেজি বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন প্রীতি পাওয়ার (Preeti Pawar)। এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন প্রীতি। এবার অলিম্পিকে পদক জয়ের লক্ষ্য নিয়ে নেমেছেন রিংয়ে। প্রীতি শনিবার বক্সিংয়ে ৫-০ ব্যবধানে জিতে ভারতের হয়ে শুরুটা খুব ভালভাবে করেছেন।
Paris Olympics: ভারতের জন্য গর্বের মুহুর্ত, খেলোয়াড়রাও বিস্মিত
অলিম্পিক গেমসের কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল হরিয়ানার ২০ বছরের এই বক্সারকে। প্রথম রাউন্ডে ভাল পারফর্ম করতে না পারলেও পরের দিকে ঘুরে দাঁড়ান। এই সময়ে ভিয়েতনামের বক্সার তাঁর হাত থেকে ম্যাচের রাশ কেড়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। প্রথম রাউন্ডে কিছুটা চাপে থাকার পর ভারতীয় বক্সার অবশ্য আক্রমণাত্মক ভঙ্গিতে ম্যাচে ফিরে এসেছিলেন। পরের দু’টি রাউন্ডে তাঁর প্রতিপক্ষকে আর কোনও সুযোগ দেননি।
বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় সিং এই জয় প্রসঙ্গে বলেছেন, ‘আমরা খুব খুশি যে জয় দিয়ে শুরু করতে পেরেছি।’ গেমসের আগে অসুস্থ হওয়া সত্ত্বেও, প্রীতি সেই ধাক্কা কাটিয়ে উঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।এই কঠিন সময়ে নিজের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন ভারত কন্যা।
ডুরান্ড কাপের আগে কী বললেন বাস্তব রায়? জানুন
20 yo, Preeti Pawar has defeated here opponent 5:0
After trailing in the first round , She did a brilliant comeback in the next two round
She is two win away from assuring a medal for India in boxing….!!!!
Well Done Preeti Pawar 🇮🇳❤️#Paris2024 #Boxing https://t.co/S9xpj45Yhm pic.twitter.com/D7f4OrNdfG
— The Khel India (@TheKhelIndia) July 27, 2024
প্রীতি পরের মঙ্গলবার কলম্বিয়ার দ্বিতীয় বাছাই এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদকজয়ী মার্সেলা ইয়েনি আরিয়াসের মুখোমুখি হবেন। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন রবিবার ৫০ কেজি রাউন্ড অফ ৩২-এ জার্মানির ম্যাক্সি কারিনা ক্লোয়েটজারের বিরুদ্ধে অভিযান শুরু করবেন।