Mohammedan SC: ইতিহাসের আঙিনায়, লাজংয়ে বিপক্ষে কাদের নামাচ্ছে মহামেডান?

Mohammedan SC Likely Lineup Against Lajong Revealed

আজ ইতিহাস তৈরি করার হাতছানি ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবের (Mohammedan SC)। পরিসংখ্যান বলছে, আজ এক পয়েন্ট পেলেই এবারের আইলিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এই ফুটবল ক্লাব। আর কেউই ধরতে পারবে না তাদের। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা। মোহনবাগান আইএসএলে যাওয়ার পর আর আইলিগ আসেনি কলকাতার বুকে।

এবার সেই খেতার জয়ের হাতছানি ব্ল্যাক প্যান্থার্সদের। তাই এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। গত মরশুম পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না দলের। তবে নতুন মরশুমে কলকাতা ময়দানে বাকি দুই প্রধানকে হারিয়ে কলকাতা লিগ জয় করে ক্লাব। তারপর সেই ধারাই বজায় থেকেছে আইলিগে।

   

এখনো পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্টের দুইটি ম্যাচ বাকি রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের। যাদের মধ্যে আজ একটি খেলতে হবে শিলং লাজং এফসির বিপক্ষে। আজ ড্র করলেই আসবে চূড়ান্ত সাফল্য। সেই মতো নিজেদের একাদশ সাজিয়েছেন দলের কোচ আন্দ্রে চেরনিশভ। দেখা যাক এক নজরে। আজও তিন কাঠির দায়িত্ব পালন করবেন পদম। দলের রক্ষণভাগে নজরে থাকছেন মোহাম্মদ ইরশাদ থেকে শুরু করে জোসেফের মতো ফুটবলার। দলের মাঝ মাঠের দায়িত্বে আজ সকলের নজরে থাকবেন আঙ্গুসানা, জোসিম। এছাড়াও আজ দলে থাকছেন মিরজাল, বিকাশ, এডি।

দলের ফরোয়ার্ডে থাকছেন তরুণ তারকা ডেভিড লালাসাঙ্গা। পাশাপাশি ঝড় তোলার জন্য থাকছেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ। এছাড়াও দলের অধিনায়ক আদিঙ্গার থেকে ও বাড়তি আশা থাকবে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন