হাতে মাত্র আর কিছুটা সময়। তারপরেই আজ কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস ফুটবল দল। এখন এই ম্যাচের দিকেই নজর সকলের। উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে আইএসএলের লিগশিল্ড জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে আজ সুনীল ছেত্রীদের পরাজিত করতে হবে শুভাশিস বসুদের।
তাই নিজেদের সম্পূর্ণ শক্তি দিয়েই আজ লড়াই চালাবে মেরিনার্সরা। অন্যদিকে, এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের যোগ্যতা অর্জন অসমর্থ থাকলেও আজ জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে জারাগোজার ছেলেদের।
Represent 💚♥️
Today’s team news, powered by @honda2wheelerin! 💪
Watch #ISL 2023-24 live on @JioCinema , @sports18 & @Vh1India
👉 https://t.co/s6ihnnu494#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema pic.twitter.com/3rlPlCZlUb— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 11, 2024
তবে আজ জয় ছাড়া কিছুই ভাবছে না বাগান ব্রিগেড। সেইমত আজ ও দলের তিন কাঠির দায়িত্ব সামাল দিচ্ছেন বিশাল কাইথ। পাশাপাশি দলের রক্ষণভাগে থাকছেন জাপানি তারকা হেক্টর ইৎস, আনোয়ার আলী, আমনদীপ এবং অধিনায়ক শুভাশিস বসু। এছাড়াও মাঝমাঠের দায়িত্ব থাকছেন অনিরুদ্ধ থাপা, জনি কাউকো এবং অভিষেক। অন্যান্য দিনের মত আজও দুই উইংয়ের দায়িত্বে থাকছেন ভারতীয় তারকা মনবীর সিং এবং অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। এবং ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু।
পাশাপাশি রিজার্ভ বেঞ্চে থাকছেন আর্শ আনোয়ার, ব্রান্ডন হ্যামিল, নামতে, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি সহ অজি বিশ্বকাপার জেসান কামিন্স।