Mohun Bagan: ম্যাচের আগেই চোট, কেমন আছেন বুমোস?

গতকাল নিজেদের ঘরের মাঠে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) দল। এক কথায় বলতে গেলে, এএফসি কাপের ম্যাচে এই দলের…

Hugo Boumous

গতকাল নিজেদের ঘরের মাঠে আইএসএলের পরবর্তী ম্যাচ খেলতে ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) দল। এক কথায় বলতে গেলে, এএফসি কাপের ম্যাচে এই দলের কাছে ধরাশায়ী হওয়ার পর এটি হয়ে উঠেছিল প্রতিশোধের ম্যাচ। সেই মতো বহু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল দল। তবে খুব একটা কাজে আসেনি কোনো পরিকল্পনা। শুরু থেকেই যথেষ্ট সাবধানী লেগেছে তাদের।

পরবর্তীতে আক্রমণভাগে দল উঠে আসলেও ফাঁক ছিল একাধিক। তবে সেই সুযোগ বুঝে আক্রমন শানিয়ে একের পর এক গোল তুলে নিতে ভোলেননি ওডিশা দলের তারকা ফুটবলার আহমেদ জাহু। তার করা দুইটি গোলেই প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ওডিশা এফসি। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলের ভুলভ্রান্তি থেকে সুযোগ কাজে লাগায় বাগান ব্রিগেড।

আরও পড়ুন:  Pro Kabaddi League: সচিনের আক্রমণে হিমশিম খেল জলদস্যুরা

জোড়া গোল করেন সবুজ-মেরুনের তারকা ফুটবলার আর্মান্দো সাদিকু। না-হলে আজও হয়ত মাথানত করেই মাঠ ছাড়তে হত মোহনবাগান দলকে। তবে কাল এই ড্র করার দরুণ ইন্ডিয়ান সুপার লিগের লড়াইয়ে নিজেদের তৃতীয় স্থানে ধরে রাখল কলকাতা ময়দানের এই প্রধান। যা নিয়ে সাময়িক স্বস্তি বাগান ব্রিগেডের অন্দরে। তবে সময় যতো এগোচ্ছে চোট আঘাতের সমস্যায় জর্জরিত হয়ে উঠছে বাগান। উল্লেখ্য, গতকাল ম্যাচের কিছু সময় আগে দলের স্কোয়াডে মরোক্কান তারকা হুগো বুমোসের নাম থাকলেও শেষ পর্যন্ত তাকে নামনো সম্ভব হয়নি। আসলে, অনুশীলন করতে গিয়েই হঠাৎ চোট পেয়ে বসেন বুমোস।

আরও পড়ুন:  Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য

পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তার পরিবর্তে অজি তারকা জেসন কামিন্সকে নামাতে হয় মাঠের মধ্যে। যা হতবাক করেছিল সকলকে। যা চিন্তা বাড়িয়েছিল সকলের। বর্তমানে যতদূর খবর, এই তারকার অবস্থা এখন স্থিতিশীল। অন্যদিকে, এই ম্যাচে চোটের সমস্যা দেখা দিয়েছে আরও দুই ফুটবলারদের মধ্যে। যাদের মধ্যে রয়েছেন সাহাল আব্দুল সামাদ ও অনুরুদ্ধ থাপা। যারফলে, আগামী দিনে অনেকটাই চিন্তা বেড়ে গেলে বাগান ব্রিগেডের।