আজ, শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হতে চলেছে সার্জিও লোবেবার ওডিশা এফসি (Odisha FC)। গত মোহনবাগান ম্যাচে এগিয়ে থেকে ড্র করার পর এবারের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করেই মাঠ ছাড়তে চাইবে মরিসিওরা। তবে খাতায় কলমে লাল-হলুদের থেকে অনেকটা এগিয়ে থাকলেও তাদের খাটো করে দেখছেন না স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা।
আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন?
গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ ড্র করে এসেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে হিজাজি মাহের সহ রক্ষনভাগের অন্যান্য ফুটবলারদের পারফরম্যান্সের দরুণ নিজেদের ঘরের মাঠেই ভোঁতা হয়ে যায় মুম্বাই সিটি এফসির আক্রমণভাগ। স্টুয়ার্ট থেকে শুরু করে আকাশ মিশ্রার মতো ফুটবলারদের জোরদার আক্রমণ থাকলেও তা আটকে গিয়েছিল অতি অবলীলায়।
আরও পড়ুন: IPL Auction: স্মিথ, সল্ট, হেজেলউড… অবিক্রিত খেলোয়াড়দের নিয়েই তৈরি হয়ে যাবে সেরা একাদশ
তাই সমস্ত দিক মাথায় রেখেই নিজেদের একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে ওডিশা কোচের। সেইমতো অনুশীলন চালায় ওডিশা। তবে এক্ষেত্রে ও দেখা দিয়েছিল সমস্যা। গতকাল লাল-হলুদের ঘরের মাঠে নিজেদের অনুশীলন চলাকালীন হঠাৎ নিভে যায় মাঠের আলো। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিকেলে প্রতিপক্ষ দলের অনুশীলন চলাকালীন হঠাৎ নিভে যায় একটি আলোক স্তম্ভ। যা দেখে হতবাক হতে হয়েছিল সকলকে এসবের পরে ও নিজেদের অনুশীলন চালিয়ে যায় ওডিশা দল। লক্ষ্য একটাই, অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করা। যা পরবর্তীতে পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে দেবে ওডিশাকে।