ভারত ছাড়ার পথে রয় কৃষ্ণা (Roy Krishna)। কলকাতা থেকে উঠেছেন ফেরার বিমানে। বিমানবন্দর পর্যন্ত তাঁকে পৌঁছে দিয়ে এসেছেন প্রবীর দাস (Prabir Das)।
মাঠে রয় কৃষ্ণা এবং প্রবীর দাসের বন্ধুত্বের কথা কম বেশি সকলেই জানেন। ম্যাচের পাশাপাশি অফ্ দ্যা ফিল্ডও দুই ফুটবলারের রসায়ন খুব ভালো। তাই ‘ভাই’ যখন শহর ছাড়ছেন, তখন প্রবীরও তাঁকে সঙ্গ দিলেন।
রয় কৃষ্ণার সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি ইউ টিউব চ্যানেলে পোস্ট করেছেন প্রবীর। সেখানে দুই বন্ধুর মধ্যে হাসিমজা বা কেমিস্ট্রি দেখা গিয়েছে পুরোদস্তুর। কলকাতা থেকে মুম্বই এবং সেখান থেকে ফের বিমান পরিবর্তন করবেন রয়। অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তিনি।
সামনের মরশুমে হয়তো এটিকে মোহন বাগানের হয়ে কৃষ্ণা খেলবেন না। ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবের তরফে তাঁর কাছে অফার রয়েছে বলে শোনা গিয়েছিল। অস্ট্রেলিয়ার ক্লাবে যাওয়ার রাস্তাও খোলা রয়েছে তাঁর সামনে।
রয় কৃষ্ণা আগামী মরশুমে সবুজ মেরুন তাঁবুতে থাকবেন কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ইতিমধ্যে তাঁর সঙ্গী ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস দল ছেড়েছেন। নতুন ফরোয়ার্ডের খুঁজে রয়েছে দল। ট্রান্সফার মার্কেটে সেই অর্থে আপাতত বড় চমক দেয়নি বাগান। আগামী দিনে প্রবীর দাসকেও হয়তো দেখা যাবে না বাগানে।