দিনরাত ম্যাগি খেয়ে স্ত্রীর বিরুদ্ধে আদালতে ডিভোর্সের মামলা ঠুকলেন স্বামী

রান্না করতে পারে না তাই স্বামীকে দিন রাত শুধু ম্যাগি করে খাওয়ায় স্ত্রী। ফলে এবার আদালতের দ্বারস্থ হন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিচারকের…

রান্না করতে পারে না তাই স্বামীকে দিন রাত শুধু ম্যাগি করে খাওয়ায় স্ত্রী। ফলে এবার আদালতের দ্বারস্থ হন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

বিচারকের পদে থাকাকালীন এমনই এক অদ্ভুত মামলা এম এল রঘুনাথের এজলাসে উঠেছিল বলে খবর। তিনি মহীশূরের দায়রা আদালতের বিচারক ছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রাক্তন বিচারক জানান, বল্লারির জেলা জজ থাকাকালীন এক অদ্ভুত ঘটনা তাঁর কাছে আসে। শুধু ম্যাগি তৈরি করতেই স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন এক ব্যক্তি।

বিচারপতি এম এল রঘুনাথ মামলাটিকে ম্যাগি মামলা হিসাবে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, স্বামী বিচলিত ছিলেন। তাঁর একটাই অভিযোগ, স্ত্রী ম্যাগি ছাড়া আর কিছু করতে পারেন না। এম এল রঘুনাথ ব্যাখ্যা করেন যে লোকেরা ছোট ছোট জিনিসের উপর বিবাহবিচ্ছেদ করে। আমরা মানুষকে আবার মিলিয়ে চেষ্টা করি। প্রায় ৭০০-৮০০ টি ক্ষেত্রে ৩০-৩২ জনকে পুনরায় একত্রিত করা হয়েছে। তবে একজন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয় কারণ তার স্ত্রী রান্না করতে পারে না। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং রাতের খাবারের জন্য ম্যাগিই তৈরি করতেন ওই মামলাকারীর স্ত্রী। পরে দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।