East Bengal: হিজাজি কিংবা মহেশের বদলে ইস্টবেঙ্গলের এই ফুটবলার হলেন মরসুমের সেরা

মরসুমের সেরা ফুটবলারের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal)। ২০২৩-২৪ মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। জিতেছিল সুপার কাপ। প্রায় বারো বছরের ট্রফি খরা কেটেছে ক্লাবে।…

Prabhsukhan Singh Gill east bengal

মরসুমের সেরা ফুটবলারের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal)। ২০২৩-২৪ মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। জিতেছিল সুপার কাপ। প্রায় বারো বছরের ট্রফি খরা কেটেছে ক্লাবে। একাধিক ফুটবলারের অবদান রয়েছে ইস্টবেঙ্গলের এই খেতাব জয়ের পিছনে।

   

২০২৩-২৪ মরসুমের জন্য সেরা ফুটবলারের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে পোস্ট করে জানানো হয়েছে মরসুমের সেরা ফুটবলারের নাম। নাওরেম মহেশ কিংবা হিজাজি মাহের নন, মরসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন প্রভসুখন সিং গিল (Prabhsukhan Singh Gill)।

Brandon Fernandes: ব্র্যান্ডন ফার্নান্দেজকে নিয়ে বড় ঘোষণা করল ক্লাব

প্রভসুখন সিং গিল ইস্টবেঙ্গলের রিক্রুট করা অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। গত মরসুমে গোলকিপার সমস্যায় ভুগেছিল ইস্টবেঙ্গল। স্কোয়াডে বড় নাম থাকলেও তেকাঠির নিচে নির্ভরতা যোগাতে তাঁরা সফল হননি। গিল আসার পর লাল হলুদের গোলকিপিং সমস্যা অনেকটা মিটেছে।

Jordan Elsey: এলসকে রেখেই এগোতে পারে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে প্রভসুখন সিং গিল কেরালা ব্লাস্টার্সের হয়ে একাধিক মরসুম খেলেছিলেন। ২০২০-২৩ মরসুম পর্যন্ত ছিলেন দক্ষিণ ভারতের এই ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে। খেলেছিলেন চল্লিশের কাছাকাছি ম্যাচ। তারপর ২০২৩ সালে এসেছিলেন লাল হলুদ শিবিরে। ২০২১-২২ মরসুমে কেরালা ব্লাস্টার্স হয়েছিল আইএসএল রানার্স আপ। ইস্টবেঙ্গলের হয়ে খেলে জিতলেন সুপার কাপ।