গত রবিবার ইস্টবেঙ্গল (East Bengal) মহামেডানকে ৩-১ গোলে ঘরের মাঠে পরাজিত করে। প্রথমে লাল-হলুদ বাহিনী জোড়া গোলে এগিয়ে গেলেও পরে ১ গোল শোধ করে দেয় ইয়াহু বাহিনী। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডেভিদ শেষ গোলটি করে।ম্যাচ শেষ হওয়ার আগে চোট খায় ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন সিং গিল (Prabhsukhan Gill)। তাকে বদল করার সিদ্ধান্ত নেন কোচ অস্কার ব্রুজো । মাঠের মধ্যেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন গিল। তিনি বলেন তিনি মাঠে থাকতে চান কিন্তু তার বদলে দেবজিত মজুমদার কে নামানোর সিদ্ধান্ত নেন কোচ। ফলে অনেকেই মনে করেছেন ফাটল ধরেছে গিল-অস্কার সম্পর্কের।
এমত পরিস্থিতিতে মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে অনুপস্থিত ছিলেন প্রভসুখন। সাধারণত কি কারণে তিনি অনুপস্থিত ছিলেন তা এখন স্বচ্ছ নয়। তবে মনে করা হচ্ছে চোটের কারণেই তিনি অনুশীলনে অনুপস্থিত ছিলেন।
ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ পঞ্জাব এফসির বিরুদ্ধে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এই ম্যাচের আগে গিলের অনুপস্থিতি নতুন চিন্তার বিষয় লাল-হলুদ শিবিরে।