গত বছরের শেষের দিকে ইন্ডিয়ান সুপার লিগে (Super Cup) টানা তিন ম্যাচ পরাজিত হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে কোনরকমে এক পয়েন্ট আসলেও পরবর্তীতে একের পর এক ম্যাচে জোর ধাক্কা খেয়েছে ময়দানের এই প্রধান। চা দেখে প্রবল হতাশা তৈরি হয়েছিল আপামর বাগান জনতার মধ্যে।
ম্যাচ হারার পর সমর্থকদের গ্যালারি থেকে কোচ বদলের দাবি ও উঠেছিল একাধিকবার। পাশাপাশি গো ব্যাক স্লোগান ও শুনতে হয়েছিল দলের দুই দাপুটে ফুটবলার তথা জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুকে। তবে এই নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। এক্ষেত্রে আইএসএলের পাশাপাশি অন্যান্য টুর্নামেন্ট গুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বাগানের বর্তমান কোচ হাবাস।
আগামী কয়েকদিনের মধ্যেই ওডিশার বুকে সুপার কাপ খেলতে নামবে মোহনবাগান। এখন সেদিকেই নজর সকলের। উল্লেখ্য, গত ডুরান্ড কাপের মতো এবার ও একই বিভাগে রয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। সেবার গ্ৰুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। তারপর সোজা টুর্নামেন্ট ফাইনাল। শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন।
সেই রেকর্ড এবার ও ধরে রাখতে মরিয়া মোহনবাগান। সেইমতো দল নিয়ে একাধিক পরিকল্পনা করে ফেলেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। বলতে গেলে, এবার নতুন করে দলকে সকলের সামনে মেলে ধরতে চাইছেন এই স্প্যানিশ কোচ। এই সপ্তাহের শেষে শহরের বুকে অনুশীলন করে ওডিশা রওনা হবে মোহনবাগান।
তবে এক্ষেত্রে হয়ত সুপার কাপ খেলতে যাওয়া হবে না গোয়ার দাপুটে ফুটবলার গ্লেন মার্টিনসের। যতদূর জানা গিয়েছে, তারকা ডিফেন্ডার আনোয়ার আলীর সঙ্গে হয়ত শহরে থেকেই নাকি রিহ্যাব সারবেন এই তারকা। কিন্তু এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হলেও এমনটাই মনে করা হচ্ছে এবার।