Mohun Bagan: হাতে মাত্র কটা দিন, তারপরেই বিদায় নিতে পারেন এই বাগান তারকা

এবারের ফুটবল সিজনের প্রথমে ডুরান্ড কাপ ঘরে আসলেও পরবর্তীতে আইএসএল থেকে যেন ছন্দ হারাতে শুরু করে মোহনবাগান (Mohun Bagan)। সেইসাথে এএফসি কাপ। গতবছর এএফসি কাপের…

Armando Sadiku

এবারের ফুটবল সিজনের প্রথমে ডুরান্ড কাপ ঘরে আসলেও পরবর্তীতে আইএসএল থেকে যেন ছন্দ হারাতে শুরু করে মোহনবাগান (Mohun Bagan)। সেইসাথে এএফসি কাপ। গতবছর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে দল পৌঁছলে ও এবছর অধিক শক্তিশালী দল নিয়ে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। ছিটকে যেতে হয়েছে একেবারে প্রথম দিকে।

যা কিছুতেই মেনে নিতে পারেননি বাগান সমর্থকরা। তার উপর গত কয়েক ম্যাচ ধরে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে একেবারে ছন্দে নেই মোহনবাগান। ওডিশা ম্যাচে আর্মান্দো সাদিকুর গোলে কোনোরকমে মান বাঁচলে ও পরবর্তীকালে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দলের বিপক্ষে একেবারে নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি দেখা দেয় মোহনবাগানের।

   

এসবের মাঝেই আগামী কয়েকদিনের মধ্যে আইএসএলের আরেক শক্তিশালী দল তথা ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের মুখোমুখি হবে ময়দানের এই অন্যতম প্রধান। গত দুই ম্যাচের পরাজয় ভুলে এবার ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য সবুজ-মেরুনের। তবে এই লড়াই যে খুব একটা সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না।

পরিসংখ্যান অনুযায়ী এফসি গোয়া এই মুহূর্তে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকলেও তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে কেরালা। তাই পরবর্তী ম্যাচ জিতে প্রথম স্থানের লড়াইতে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকবে প্রবলভাবে। তাই এই ম্যাচ নিয়ে ও যথেষ্ট চিন্তায় রয়েছেন সকলে। আবার এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

এসবের মাঝেই এবার সামনে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আসন্ন জানুয়ারি মাসের মধ্যেই নাকি মোহনবাগান দল থেকে বিদায় নিতে চলেছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। হ্যাঁ ঠিকই শুনছেন। সব ঠিকঠাক থাকলে, এই লেগের আর কয়েকটি ম্যাচেই হয়ত শেষবারের মতো সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। উল্লেখ্য, এবারের এই মরশুমের শুরু থেকেই খুব একটা ছন্দে নেই সাদিকু। অজি তারকা জেসন কামিন্স গোল পেলেও খাতা খুলতে গেয়ে অনেকটাই সময় লেগেছিল তার। গত ওডিশা ম্যাচে তার ঝলক দেখা গেলেও এবার হয়ত আর খুব একটা সময় পাবেন না সাদিকু।