ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। এখন রোহিতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারও যেন পুরোদমে সংশয়ের মধ্যে রয়েছে। সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিককে তাঁর উত্তরসূরি হিসাবেও বিবেচনা করা হত।
আরও পড়ুন: IND VS SA: সূর্যকুমারের সেঞ্চুরির দিনেই ভারতের জন্য খারাপ খবর
তাই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও তিনি ছিটকে যাবেন কি না, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে উঠেছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বের জন্য বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন রোহিত শর্মা। কিন্তু এখন তিনি আইপিএলে দলের অধিনায়কত্ব করবেন না এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার একই সঙ্গে প্রশ্নের মুখে বলে অনুমান। তবুও হঠাৎ করেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলের নেতৃত্ব হস্তান্তর করা খুবই কঠিন।
আরও পড়ুন: Shubman Gill: শুভমানের জন্য শুভ নয় এই ক্রিকেটার এই ফরম্যাট!
টি-টোয়েন্টিতে রোহিত শর্মার পতনের গ্রাফও এই ফরম্যাটে তার পারফরম্যান্স। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১৯.৩৩ গড়ে মাত্র ১১৬ রান করেছিলেন তিনি। এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ব্যাট থেকে ৫ ম্যাচে ১৭৪ রান এসেছিল। আইপিএলে গত সাত মরসুমে মাত্র একবারই ৪০০ প্লাস রান করতে পেরেছেন তিনি। গত দুই মরসুমে তার ব্যাট থেকে এসেছে মাত্র দুটি ফিফটি। এ কারণেই টি-টোয়েন্টিতে তার ফেরা এখন কঠিন বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: Cliford Miranda: জেসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন মিরান্ডা
কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক?
এখন যদি রোহিতের বিকল্পের কথা বলা হয় তাহলে গত এক বছরে হার্দিককে ধারাবাহিকভাবে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করতে দেখা গেছে। একই সঙ্গে ইনজুরিতে পড়লেও শেষ দুই সিরিজে দায়িত্ব নিয়েছেন সূর্যকুমার যাদব। এখন দলের কাছে দুটি বিকল্প রয়েছে তবে হার্দিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের বড় দাবিদার। অর্থাৎ হার্দিক যদি আইপিএল খেলেন এবং পুরোপুরি ফিট থাকেন, তাহলে যে কোনও ক্ষেত্রেই তাঁকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে। এখন পুরোটাই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর ভাবনার ওপর নির্ভর করছে।