খিদিরপুরের এই দিকগুলো ইস্টবেঙ্গলের চিন্তা বাড়াতে পারে

kidderpore FC

সুপার সিক্সের ম্যাচ। যোগ্যতা অর্জন করেছে খিদিরপুর। ব্যক্তিগত ক্যারিশমায় নয়, টিম গেমে দলের এই সাফল্য। খিদিরপুরের (khidderpore) বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য মাথা ব্যথার কারণ হতে পারে একাধিক বিষয়।

Advertisements

দলগত খিদিরপুর
কলকাতা ফুটবল লিগে এখনও পর্যন্ত দল হিসেবে খেলেছে খিদিরপুর। ঘরোয়া লিগে অতীতে বহুবার দেখা গিয়েছে, তথাকথিত ছোটো ক্লাবগুলো বিদেশি নির্ভর। ফলত দলগত খেলার পরিবর্তে দেখা যেত ব্যক্তি নির্ভর ফুটবল। খিদিরপুর এই পথে যায়নি। বিদেশিদের পাশাপাশি স্থানীয় ফুটবলাররাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

পাসিং ফুটবল
লং বল থিওরি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে খিদিরপুর। মাটিতে বল রেখে, নিজেদের মধ্যে পাস থেকে আক্রমণ শানিয়েছে গ্রুপ পর্বে। যার সুফল পেয়েছে ক্লাব। বৃষ্টি না হলে নৈহাটির শুকনো মাঠে আরও দানা বাঁধতে পারে এই পাসিং ফুটবল।

Advertisements

উইং প্লে
দুই প্রান্তকে সচল রাখার চেষ্টা করেছে খিদিরপুর। প্রান্ত বরাবর আক্রমণ তুলে এনে বেশ কিছু গোল করেছে তারা। ডান, বাম উভয় প্রান্ত ধরেই আক্রমণ তুলে নিয়ে আসার মতো দক্ষতা তাদের রয়েছে।

একাধিক গোলস্কোরার
খিদিরপুরের টিম গেমের কথা আগেই বলা হয়েছে। যার ফলে দলের হয়ে একাধিক ফুটবলার গোল করেছেন। দর্শনীয় কিছু গোল রয়েছে ক্লাবের। সেট পিস থেকে লক্ষ্যভেদ করেছে এবারের কলকাতা ফুটবল লিগে। ডিক্সন এবং কুলিবালির মধ্যে বোঝাপড়া ভালো।