ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সকলেই। এবার দ্বিতীয় ম্যাচ। আগামী ১০ই ফেব্রুয়ারীর বিকেলে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচ খেলতে হবে লাল-হলুদকে। এই ম্যাচের উপরেই নির্ভর করবে অনেক কিছুই।
আসলে এবার ও নর্থইস্টের বিপক্ষে জয় পেলে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে আসতে পারবে ইস্টবেঙ্গল। যা পরবর্তীতে অনেকটা আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের। তবে সেক্ষেত্রে ও প্রথম একাদশ সাজাতে গিয়ে কার্যত হিমশিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। ক্লেটন সিলভা থেকে শুরু করে নাওরেম মহেশ সিংয়ের মতো ফুটবলারদের।
তবে সব ঠিকঠাক থাকলে মাঠে দেখা যেতে পারে দলের পুরোনো তারকা হরমনজোত সিং খাবরাকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। উল্লেখ্য, লাল-হলুদ জার্সিতে আগেও যথেষ্ট সক্রিয় থেকেছেন এই পাঞ্জাবি ফুটবলার। ডার্বি জয়ের পাশাপাশি একাধিক ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান থেকেছে এই ফুটবলারের। তাই সবদিক মাথায় রেখে এই মরশুমের শুরুতে তাকে দলে নিয়েছিল ম্যানেজমেন্ট। তবে ডুরান্ড কাপের পর খুব একটা সক্রিয় থাকতে পারেননি তিনি। চোটের সমস্যায় মাঠের বাইরে চলে যেতে হয়েছিল এই তারকাকে। তবে এবার তিনি ফিরছেন কলকাতায়।
যারফলে, আসন্ন নর্থইস্ট ম্যাচে দলের প্রথম একাদশে দেখা যেতে পারে লাল-হলুদের এই পুরনো যোদ্ধাকে। অন্যদিকে, শহরে এসে গিয়েছেন দলের নয়া বিদেশি ভেক্টর ভাসকুয়েজ। বিশ্রাম নিয়ে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়তে মরিয়া এই স্প্যানিশ হাই প্রোফাইল। সব ঠিকঠাক থাকলে তাকেও মাঠে নামাতে পারেন কুয়াদ্রাত।