আগামী ৪ অক্টোবর শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ (World Cup) ২০২৩। প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেই ১৯৭৫ সালে। তারপর থেকে ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। ১৯৯৯ সালে প্রথমবারের মতো এই বিশ্বকাপ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড নামে পরিচিতি লাভ করেছিল। এর আগে প্রথম পাঁচটি বিশ্বকাপের স্পন্সর ছিল একটি কোম্পানি।
১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিশ্বকাপের পৃষ্ঠপোষকতা করেছিল ইংল্যান্ডের বীমা কোম্পানি প্রুডেনশিয়াল। ১৯৭৫ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপে দর্শক উপস্থিতি ছিল ১ লাখ ৫৮ হাজার। প্রুডেনশিয়াল কোম্পানি ১ লাখ ৫৫ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় দেড় কোটি টাকা দিয়ে এই বিশ্বকাপের স্বত্ব কিনে নিয়েছিল। এ ছাড়া দুর্ঘটনা, ইনজুরি বা মৃত্যুর ক্ষেত্রেও সব খেলোয়াড়ের বীমা করা হয়েছিল। একই সঙ্গে প্রুডেনশিয়াল ছাড়াও ক্যাস্ট্রোল অয়েল এক লাখ পাউন্ডের দর দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ ইংল্যান্ডে, ৭ দশমিক ৫ শতাংশ অন্যান্য দেশে এবং বাকি অংশ পেয়েছিল আইসিসিতে। কিছু অংশ সহযোগী দলকে দেওয়া হয়েছিল। ১৯৭৯ এবং ১৯৮৩ সালের বিশ্বকাপও স্পন্সর করেছিল প্রুডেনশিয়াল কোম্পানি।
১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ছিলেন ক্লাইভ লয়েড। ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে ১৭ রানে পরাজিত করে খেতাব জয় করেছিল। প্রথমে ব্যাট করে অধিনায়ক ক্লাইভ লয়েডের সেঞ্চুরিতে ২৯১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৭৪ রানে। এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ছিল ভারত। পূর্ব আফ্রিকার বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেতে পেরেছিল ভারত।
আগামী ৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩- এর উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ৫ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্বকাপের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ভারত। ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।