Weight lifter: ফের ব্রীজভূষণ কাণ্ডের ছায়া! কুস্তির পর ভারোত্তোলনেও এবার যৌন হেনস্থার অভিযোগ

Physical abuse on woman weightlifter alligation against Bihar weight lifter association ex official

ফের ব্রীজভূষণ কাণ্ডের ছায়া ভারতীয় ক্রীড়া জগতে। কুস্তির পর ভারোত্তোলনেও এবার উঠে এল যৌন হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ। কুস্তির পরে এ বার ভারোত্তোলন (Weight lifter) খেলায় যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছে। বিহার ভারোত্তোলন সংস্থার (Bihar Weight lifter Association) এক প্রাক্তন কর্তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এক মহিলা ভারোত্তোলক। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। 

Advertisements

মার্কিন ধনকুবের জর্জ সোরোসের সংস্থার সঙ্গে যুক্ত সোনিয়া গান্ধী, দাবি বিজেপির

   

অভিযোগ অনুযায়ী, গত শনিবার পটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছিলেন ওই মহিলা ভারোত্তোলক। বেলা ১টা নাগাদ ওই সংস্থার প্রাক্তন কর্তা সেখানে এসে তাঁকে কাজের অছিলায় একটি ঘরে ডেকে পাঠান। ওই ঘরে ঢোকার পরেই শুরু হয় নিগ্রহ। মহিলা ভারোত্তোলক জানিয়েছেন, কোনওভাবে তিনি নিজেকে সামলে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পাটলিপুত্র থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর যথাযথ তদন্ত করা হবে। অভিযুক্ত প্রাক্তন কর্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা ভারোত্তোলন খেলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এর আগেও বিভিন্ন খেলায় কোচ ও কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগীর অভিযোগ তোলার পর থেকেই ভারতের খেলাধুলার পরিবেশ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। এবার ভারোত্তোলনের মতো খেলায় এমন অভিযোগ নতুন করে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। 

শিগগির দলের অন্তিম সংস্কার করবেন রাহুল: কংগ্রেস নেতা

ভারোত্তোলন সম্প্রদায়ের অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, খেলাধুলার পরিবেশে এমন ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এক মহিলা খেলোয়াড় বলেছেন, “আমাদের কঠিন পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করতে হয়। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের মনোবল ভেঙে দেয়। এমন পরিস্থিতিতে কীভাবে আমরা নিজেদের উন্নতি করব?”

এই ধরনের অভিযোগ বারবার ওঠার পরেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ক্রীড়া সংস্থাগুলিতে স্বচ্ছতা এবং নিরাপত্তার পরিবেশ তৈরি করা নিয়ে সরকারের পদক্ষেপ নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তাঁদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

নর্থইস্টের‌ বিরুদ্ধে পুরো পয়েন্ট পেয়ে কী বললেন মোলিনা?

এই ঘটনার পর ভারোত্তোলন সংস্থার অন্যান্য খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। অভিযুক্ত প্রাক্তন কর্তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা। একই সঙ্গে খেলোয়াড়দের জন্য একটি সুরক্ষিত এবং স্বচ্ছ পরিবেশ তৈরি করার দাবি উঠছে।

 

 
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements