ISL: গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে লাচেনপা, সফল হবেন বিশাল‌?

phurba lachenpa

শেষ আইএসএল (ISL) মরশুমে সকলকে পিছনে ফেলে গোল্ডেন গ্লাভস জয় করেছিলেন মোহনবাগান দলের গোলরক্ষক বিশাল কায়েথ। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হওয়ার আগেই এ খেতাব জয় করে ফেলেছিলেন সবুজ-মেরুনের এই ফুটবলার। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যোগ করেছিল বাকি ফুটবলারদের মধ্যে।

পরবর্তীতে বেঙ্গালুরু এফসির মত শক্তিশালী দলকে হারিয়ে খেতাব জয় করে কলকাতা ময়দানের এই প্রধান দল। সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। সাফল্যের সেই ধারাই এবার বজায় থেকেছে নতুন সিজনে। ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএলের এবারের শিল্ড এসেছে বাগান শিবিরে।

   

এমনকি গতবারের মতো দল এবারও উঠেছে টুর্নামেন্টের ফাইনালে। যেখানে তাদের খেলতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে। এই ম্যাচের মধ্য দিয়েই নির্ধারিত হয়ে যাবে এবারের আইএসএল জয়ী দল। সেইসঙ্গে কার হাতে উঠবে এবারের গোল্ডেন গ্লাভস খেতাব। এক্ষেত্রে বাকি দলের গোলরক্ষকদের পিছনে ফেলে কিছুটা এগিয়ে রয়েছেন মুম্বাই সিটি এফসি দলের গোলরক্ষক ফূর্বা লাচেনপা।

এখনো পর্যন্ত মোট ২১টি ম্যাচ খেলে ৯ টি ক্লিনশিট রয়েছে তার ঝুলিতে। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছেন মোহনবাগান সুপারজায়ান্টস দলের গোলরক্ষক বিশাল কায়েথ। এখনো পর্যন্ত ২৪ টি ম্যাচ খেলে ৯টি ক্লিনশিট রয়েছে এই গোলরক্ষকের।

অর্থাৎ আইএসএল ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু। একদিকে যেমন নিজের পুরনো রেকর্ড ধরে রাখার লড়াই থাকছে বিশালের অন্যদিকে, ঠিক তেমনভাবেই প্রথমবারের মতো সোনার গ্লাভস জেতার হাতছানি লাচেনপা’র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন