হয়ে গেল দল ঘোষণা, KKR ব্যাটার হলেন অধিনায়ক

চলতি মাসেই শুরু হচ্ছে ইংল্যান্ড (England vs Australia) ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। তবে এই সিরিজের আগে বড়…

Sunil Narine and Phil Salt

চলতি মাসেই শুরু হচ্ছে ইংল্যান্ড (England vs Australia) ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। তবে এই সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে আয়োজক ইংল্যান্ড। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাঁর জায়গায় বড় দায়িত্ব পেয়েছেন ফিল সল্ট (Phil Salt)। ডান পায়ের গোড়ালির চোটের কারণে দলের বাইরে অধিনায়ক। এছাড়া বাটলারের বদলে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন সারের অলরাউন্ডার জেমি ওভারটন। আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাউদাম্পটনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারতীয় দলে নিশ্চিত এই ব্যাটার! মাঠে নেমেই করলেন সেঞ্চুরি

   

বাটলারের অনুপস্থিতিতে ল্যাঙ্কাশায়ার ও চলতি মরশুমে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের অধিনায়ক কেকেআরের ফিল সল্ট টি-টোয়েন্টি দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এই চোটের কারণে চলতি মাসের শেষের দিকে হতে চলা ওয়ানডে সিরিজে বাটলারের অংশগ্রহণ নিয়েও সংশয় রয়েছে বলে মনে করা হচ্ছে।

টি-টোয়েন্টি সিরিজের পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বাটলারের পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান জর্ডান কক্স। ১৯ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

দলীপেও ব্যর্থ, ভারতীয় দলে কি তবে অনিশ্চিত শ্রেয়স?

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ডের দল:

ফিল সল্ট (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুসলে, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি, জন টার্নার।

ইংল্যান্ডের ওয়ানডে দল:

জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি, জন টার্নার।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের ক্রীড়াসূচি:

  • প্রথম টি-টোয়েন্টি: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ১১ সেপ্টেম্বর ২০২৪, ইউটিলিটা বোল (ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০)
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, সোফিয়া গার্ডেন (ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০)
  • তৃতীয় টি-টোয়েন্টি: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ১৫ সেপ্টেম্বর ২০২৪, এমিরেটস ওল্ড ট্রাফোর্ড (দুপুর ২.৩০)

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ক্রীড়াসূচি:

  • প্রথম ওয়ানডে: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ট্রেন্ট ব্রিজ (দুপুর ১২.৩০)
  • দ্বিতীয় ওয়ানডে: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার হেডিংলি (ভারতীয় সময় সকাল ১১টা)
  • তৃতীয় ওয়ানডে: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার (দুপুর ১২.৩০)
  • চতুর্থ ওয়ানডে: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, লর্ডস (দুপুর ১২.৩০)
  • পঞ্চম ওয়ানডে: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, আসন অনন্য স্টেডিয়াম (সকাল ১১.০০)