Mohun Bagan: সবুজ-মেরুনের অনুশীলনে পেট্রাতোস ভাতৃদ্বয়, চিনে নিন

শেষ মরশুমের পর এই নতুন সিজনেও ব্যাপক ছন্দে সবুজ-মেরুন (Mohun Bagan)। প্রথমদিকে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করার পর আইএসএলেও ব্যাপকভাবে…

Dimi and Maki Petratos

শেষ মরশুমের পর এই নতুন সিজনেও ব্যাপক ছন্দে সবুজ-মেরুন (Mohun Bagan)। প্রথমদিকে পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করার পর আইএসএলেও ব্যাপকভাবে জ্বলে ওঠে কলকাতার এই প্রধান। পাঞ্জাব এফসি থেকে শুরু করে পরবর্তীতে বড় ব্যবধানে পরাজিত করার পর নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসিকে নাস্তানাবুদ করে বাগান। সেখানেই শেষ নয়, এরপর বাইরের মাঠে চেন্নাইন এফসিকে হারায় বুমোসরা। সেই ছন্দ বজায় থাকে এএফসি কাপে। প্রথমে মাচিন্দ্রা এফসি থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা আবহনীকে ও পরাজিত করে গ্রুপ পর্বে স্থান করে নেয় মোহনবাগান। তবে সেখানেই শেষ নয়।

তারপর মূল পর্বের প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে বড় ব্যবধানে পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড। এরফলে, আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে যায় বাগান শিবির। সেই বিশ্বাস নিয়েই কিছুদিন আগে মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়া ক্লাবকে পরাজিত করে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। সেই জয়ের ফলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যায় মেরিনার্সদের। তবে এবার আগামী ২৪ তারিখ বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে সবুজ-মেরুন। তার আগে অনুশীলন শুরু করেছে গতবারের আইএসএল জয়ীরা।

তবে সেখানেই শেষ নয়। এবার বাগানের অনুশীলনে দেখা মিলল দুই নয়া বিদেশী ফুটবলারের। হ্যাঁ ঠিকই শুনছেন, এবার সবুজ-মেরুনের ট্রায়ালে দেখা মিলল দুই নয়া বিদেশী সহ এক দেশীয় তরুণ গোলরক্ষকের। আসলে, বসুন্ধরা ম্যাচের আগে দলকে সবরকম ভাবে তৈরি রাখতে চান বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইমতো ডেকে পাঠানো হয় এই দুই বিদেশী খেলোয়াড়কে।

তারা হলেন, কোস্টা পেট্রাতোস ও মাকি পেট্রাতোস। তারা নাকি সম্পর্কে বাগান তারকা দিমিত্রি পেট্রাতোসের দুই ভাই। বর্তমানে দিমি শহরে এসে না পৌঁছলেও আগামী কয়েকদিনের মধ্যেই আসবেন ক্লাবে। এছাড়াও রয়েছেন অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের তরুণ গোলরক্ষক। এবার এদের দেখে নিতে চাইছেন ফেরেন্দো।