শনিবার আই লীগের (I League) উত্তাপ ছড়িয়েছিল রিয়াল কাশ্মীর এবং ইন্টার কাশীর (Real Kashmir vs Inter Kashi) ম্যাচে। ম্যাচের শেষের দিকে পরিস্থিতি হয়ে উঠেছিল উত্তপ্ত। রিয়েল কাশ্মীরের শেহের শাহিন পিটার হার্টলির (Peter Hertley) মুখে থুতু ছিটিয়েছেন বলে অভিযোগ।
পিটার হার্টলি আরও ক্ষুব্ধ হন যখন তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠে থেকে বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পিটার। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ইনজুরি টাইমে রিয়াল কাশ্মীর বনাম ইন্টার কাশি ম্যাচে পরিস্থিতি গরম হয়ে উঠেছিল। কোনো রকমে পরিস্হিতি সামাল দেওয়ার চেষ্টা করেন রেফারি। পিটার বারবার বলার চেষ্টা করেছেন যে শেহের শাহিন তাঁর মুখে থুতু ছড়িয়েছেন।
🎥 | WATCH : Peter Hartley seen complaining to the match officials of Real Kashmir FC’s Shaher Shaheen allegedly spitting on him. #IndianFootball pic.twitter.com/88od7Rz7WB
— 90ndstoppage (@90ndstoppage) February 24, 2024
সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন পিটার। পিটার হার্টলি ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, ‘১৭ বছর ধরে আমি পেশাদার ফুটবল খেলছি। আজ রিয়াল কাশ্মীরের ১৬ নম্বর আমার মুখে থুতু ছিটিয়ে দিল। চার বছর ধরে ভারতে খেলছি। এটা আমাদের খেলাধুলায় গ্রহণযোগ্য নয় এবং অবশ্যই এই দেশে গ্রহণযোগ্য নয়। আমি এই খেলোয়াড়কে রিপোর্ট করার বিকল্পগুলি কাজে লাগাব।’
17 years I’ve played professional football. Today I was spat into my face by number 16 of @realkashmirfc . I’ve played in India for 4 years. This is not acceptable in our sport and certainly not acceptable in this country. I will be exploiting the options to report this player.
— Peter Hartley (@PeterHartley88) February 24, 2024