Kerala Blasters: শাস্তি পেলেন সহকারী কোচ, থাকতে পারবেন না পরবর্তী ম্যাচে

Kerala Blasters Assistant Coach Frank Dauwen

পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী গতকাল ইন্ডিয়ান সুপার লিগে আজ নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রথমদিকে নেস্টরের করা গোলে পেদ্রো বেনোলিকের ফুটবল দল এগিয়ে থাকলেও পরবর্তীতে গোল শোধ করে দেয় কেরালা। গোল করেন দানিশ ফারুক। নির্ধারিত সময়ের শেষে সেই ১-১ ফলাফলেই শেষ হয় আজকের এই ম্যাচ। তবে এই ম্যাচে রেফারির রোশের মুখে পড়তে হয় কেরালা দলের সহকারী কোচকে।

Advertisements

আসলে ম্যাচ চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার দরুণ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হন ম্যাচ রেফারি। যারফলে, আগামী ম্যাচে কার্যত নির্বাসিত করা হয় কেরালা ব্লাস্টার্স দলের সহকারী কোচ ফ্রাঙ্ক ডাউয়েনকে। যা কিছুতেই মেনে নিতে পারেনি দক্ষিণের এই ফুটবল ক্লাব। তবে ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হওয়ার ফলে আগামী ওডিশা ম্যাচে মাঠে থাকতে পারবেন না কেরালা দলের এই বিদেশি কোচ।

   
Advertisements

উল্লেখ্য, গত বছর হিরো ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুনীল ছেত্রীর বিতর্কিত গোলের প্রতিবাদ জানিয়ে দল তুলে নিয়েছিলেন কেরালা দলের কোচ ইভান ভুকোমানোভিচ। পরবর্তীতে ম্যাচ কমিশনারেটের তরফ থেকে মাঠে নামার আর্জি জানানো হলেও ফেরেনি দক্ষিণের এই ফুটবল দল। যারফলে পরবর্তীতে শাস্তি পেতে হয়েছিল কেরালা দলের কোচকে। বিরাট জরিমানার পাশাপাশি ৫ ম্যাচ নির্বাসিত ছিলেন তিনি। এবার ও দেখা গেল সেই ছায়া।