HomeSports Newsবাবর অতীত, পাকিস্তানের দায়িত্ব গেল এই তারকা ক্রিকেটারের কাছে

বাবর অতীত, পাকিস্তানের দায়িত্ব গেল এই তারকা ক্রিকেটারের কাছে

- Advertisement -

পাকিস্তানের (Pakistan) হয়ে সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম (Babar Azam)। দেরি না করে নতুন অধিনায়কের (New Captain) নাম ঘোষণা করে দিল পাকিস্তান। অজিদের বিরুদ্ধে আসন্ন এক দিনের ক্রিকেট ফরম্যাট থেকে অধিনায়কের দায়িত্ব পালন করবনে তিনি। একইসঙ্গে নতুন অধিনায়কের নাম ঘোষণার দিন অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের দলও ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

ক্ষমা চাইলেন শামি! কারণ শুনে আঁতকে উঠলেন ভক্তরা

   

পাকিস্তান দলের (Pakistan Cricket Team) নতুন অধিনায়ক হলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মহম্মদ রিজওয়ানের হাতে উঠবে পাকিস্তানের ক্যাপ্টেনের আর্মব্যান্ড। যদিও অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রিজওয়ান দলকে নেতৃত্ব দিলেও টি-টোয়েন্টি সিরিজে কিন্তু রিজওয়ানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে না। তাঁকে বিশ্রাম দেওয়া হবে। টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেনআঘা সলমন।

মুম্বাই বধের রাস্তা খুঁজলেন সার্জিও লোবেরা

রিজওয়ানের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার অর্থ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর আজমকে গুরুত্ব দিতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগেই টেস্ট ক্রিকেটে ফর্ম্যাটে শান মাসুদকে অধিনায়ক করার ঘোষণা হয়েছিল। তবে এদিন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল পিসিবি। নতুন দায়িত্ব পেয়ে রিজওয়ান বলেন, ”সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য বিরাট সম্মানের।”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular