ক্ষমা চাইলেন শামি! কারণ শুনে আঁতকে উঠলেন ভক্তরা

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং ভক্তদের (Fans) কাছে ক্ষমা চাইলেন ২০২৩ ক্রিকেট (Cricket) বিশ্বকাপের সব থেকে বেশি উইকেট শিকারি মহম্মদ শামি (Mohammed Shami)। আসন্ন বর্ডার…

Mohammed Shami say sorry to Fans and BCCI

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং ভক্তদের (Fans) কাছে ক্ষমা চাইলেন ২০২৩ ক্রিকেট (Cricket) বিশ্বকাপের সব থেকে বেশি উইকেট শিকারি মহম্মদ শামি (Mohammed Shami)। আসন্ন বর্ডার গাভাসকার ট্রফির (Border–Gavaskar Trophy) মধ্যে দিয়ে তিনি দলে ফিরবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দলে সুযোগ পাননি। সেই কারণেই ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট ভারতীয় এই পেসারের।

Andrey Chernyshov : হায়দরাবাদের কাছে হেরে কোন কারণকে দায়ী করলেন কোচ চেরনিশভ!

   

বর্ডার গাভাসকার ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার পরে রবিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন মহম্মদ শামি। সেই পোস্টার ক্যাপশনে লিখেছেন, “প্রতি দিন আরও সুস্থ হয়ে ওঠার জন্য পরিশ্রম করছি। আরও পরিশ্রম করে যাব। ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলব।” তিনি ক্ষমা চেয়ে লেখেন, “সকল ক্রিকেট অনুরাগী ও বোর্ডের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু শীঘ্রই আমি লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি হয়ে যাব।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

মহম্মদ সামি কিছুদিন আগে জানিয়েছিলেন তিনি ব্যথামুক্ত এবং তিনি ক্রিকেটে ফিরতে চান। তিনি এনসিএ-তে বল করাও শুরু করেছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। বর্ডার গাভাসকার ট্রফিতে সুযোগ না পাওয়ায় অনিশ্চিত হল তাঁর জাতীয় দলে ফেরা। সেক্ষেত্রে রঞ্জি খেলে শামি নিজেকে ফিট প্রমাণ করতে পারলে বর্ডার গাভাসকার ট্রফির মাঝপথে তিনি দলে ফিরতে পারেন।