ভারতের বিরুদ্ধে চাপ সামলাতে পাক শিবিরে যোগ নতুন সদস্যের!

রবিবার এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super Four) অন্যতম প্রতীক্ষিত লড়াই, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। তবে মাঠের বাইরের উত্তেজনা যেন ধীরে ধীরে…

PCB adds motivational speaker before India vs Pakistan clash in Asia Cup Super Four

রবিবার এশিয়া কাপের সুপার ফোরের (Asia Cup Super Four) অন্যতম প্রতীক্ষিত লড়াই, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। তবে মাঠের বাইরের উত্তেজনা যেন ধীরে ধীরে ছাপিয়ে যাচ্ছে ক্রিকেটীয় (Cricket News) টানাপোড়েনকেও। হ্যান্ডশেক বিতর্ক, ম্যাচ বয়কটের ডাক এবং সর্বশেষ প্রি-ম্যাচ সাংবাদিক বৈঠক বাতিল (India Cricket News)। সব মিলিয়ে এই ম্যাচ ঘিরে বিতর্ক, মানসিক চাপ ও রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই রঙ চড়িয়েছে (Bengali Sports News)।

এই অবস্থায় শেষ মুহূর্তে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। দলের মানসিক স্থিতি ও মনোবল ফেরাতে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে একজন পেশাদার মোটিভেশনাল স্পিকার ডঃ রাহিল করিম। ক্রিকেট মহলে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন, ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান শিবিরে কি সত্যিই এতটাই আতঙ্ক?

   

মানসিক চাপে পাক ক্রিকেটাররা

গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে একেবারে লজ্জাজনক হার হজম করতে হয়েছে সলমন আঘাদের। ১২৭ রানের গুটিয়ে যাওয়া এবং মাত্র ২৫ বল বাকি থাকতেই ম্যাচ হেরে বসা। সেদিনের হার পাক দলে গভীর ছাপ ফেলেছে। সুপার ফোরে পৌঁছলেও, পাকিস্তানের পারফরম্যান্সে সেই আগ্রাসন বা আত্মবিশ্বাস কিছুতেই দেখা যাচ্ছে না।

এই চাপ সামলাতে গিয়েই হয়ত সিদ্ধান্ত নেওয়া ডঃ করিমকে দলের সঙ্গে যুক্ত করার। জানা গিয়েছে, বুধবার তিনি পাক শিবিরে যোগ দিয়েছেন এবং শুধু ভারতের বিপক্ষেই নয়, গোটা টুর্নামেন্ট জুড়ে দলের সঙ্গে থাকবেন।

কে এই ডঃ রাহিল করিম?

ডঃ করিম শুধুই একজন মোটিভেশনাল স্পিকার নন, তিনি একজন মনোবিদ এবং পারফরম্যান্স কনসালট্যান্ট হিসেবেও খ্যাত। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক ক্রীড়া দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। ফুটবল, হকি, এমনকি অলিম্পিক স্পোর্টসেও তাঁর উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

পাকিস্তান দলের সূত্রে জানা গিয়েছে, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশেষত তরুণ সদস্যরা, বেশ চাপে রয়েছেন। সাইম আয়ুব, আব্রার আহমেদদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। ডঃ করিমের লক্ষ্য, ম্যাচের আগেই তাঁদের মেন্টাল ব্লক ভেঙে মাঠে ফিরিয়ে আনা।

Advertisements

ভারতের ‘নীরবতা’য় অস্বস্তিতে পাকিস্তান

শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ চাপ নয়, ভারতের দিক থেকেও বেশ কিছু ‘সাইকোলজিকাল গেম’ শুরু হয়েছে বলে মনে করছে পাক শিবির। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদমাধ্যমে একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি। এর আগেও পাক সাংবাদিকদের নানা প্রশ্নে ভারতীয় খেলোয়াড়েরা এড়িয়ে গিয়েছেন সরাসরি প্রতিক্রিয়া। এসব বিষয় পাক ড্রেসিংরুমে অস্বস্তির বাতাবরণ তৈরি করেছে বলেই মত বিশ্লেষকদের।

ম্যাচের আগে ‘মস্তিষ্কযুদ্ধ’

সব মিলিয়ে, রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ যে শুধুই ব্যাট-বলের লড়াই নয়, তা বলাই বাহুল্য। মাঠের বাইরে চলছে একপ্রকার মানসিক যুদ্ধ। তারই প্রস্তুতিতে পাকিস্তান এবার ভরসা রাখছে একজন মনস্তত্ত্ববিদের উপর। তবে প্রশ্ন থেকে যায় অতিরিক্ত চাপ, মনোবিদ, বিতর্ক, সবকিছুর পরেও কি পারবে পাকিস্তান ভারতকে হারাতে?

PCB adds motivational speaker before India vs Pakistan clash in Asia Cup Super Four

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News