Manchester United: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিকল্প হতে পারে এই ফুটবলার

Paulo Dybala

আগামী মরশুমে দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকবেন কিনা,সেটা এখনও স্পষ্ট নয়৷ তাই এখন যুদ্ধকালীন পরিস্থিতি’তে রোনাল্ডোর বিকল্প কোনও ফুটবলার’কে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ম‍্যানচেস্টার ইউনাইটেড’কে (Manchester United)।

Advertisements

বিভিন্ন ইতালির সংবাদপত্রের দাবি অনুযায়ী খুব শীঘ্রই আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার পাবলো ডিবালা’র প্রতিনিধিদের সাথে লন্ডনে আলোচনায় বসবে ম‍্যানচেস্টার ইউনাইটেডের প্রতিনিধিরা।রোনাল্ডোর বিকল্প হিসেবে বর্তমানে এই ২৮ বছর বয়সী ফুটবলার’কে ভাবা হচ্ছে।

Advertisements

জানা গিয়েছে ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়া ইন্তার,এসি মিলান এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, দলে এই ফুটবলার’কে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।গত মরশুমে ইতালির লিগে দুর্দান্ত ফুটবল খেলেছে এই ফুটবলার।সব মিলিয়ে ৩৯ ম‍্যাচে ১৫ টা গোল করার পাশাপাশি ৬ টা গোল করিয়েছিলেন তিনি।