Paul Pogba : চার বছরের জন্য নিষিদ্ধ পল পোগবা

ডোপিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন ফ্রান্সের ফুটবল তারকা পল পোগবা (Paul Pogba)। ইতালির অ্যান্টি-ডোপিং এজেন্সি ২০২৩ সালের সেপ্টেম্বরে একটি ডোপিং…

Paul Pogba

ডোপিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হন ফ্রান্সের ফুটবল তারকা পল পোগবা (Paul Pogba)। ইতালির অ্যান্টি-ডোপিং এজেন্সি ২০২৩ সালের সেপ্টেম্বরে একটি ডোপিং পরীক্ষায় পোগবাকে (Paul Pogba News) পজিটিভ পেয়েছিল। এরপর নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারার কারণে ফরাসি খেলোয়াড় এখন এই নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। ইতালিয়ান লীগে খেলার সময় টেস্টোস্টেরনের জন্য পজিটিভ ধরা পড়েছিলেন পোগবা। এরপর সেপ্টেম্বরে ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি তাঁকে সাময়িক নিষিদ্ধ করে ঘোষণা করেছিল।

Advertisements

২০১৮ সালে ফিফা বিশ্বকাপে ফরাসি দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পল পোগবাকে বিতর্কে জড়িয়েছেন বারংবার। পোগবার ডোপিং পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর দেহে স্ট্যামিনা বাড়ানোর হরমোনের পরিমাণ বেশি। ২০২৩ সালের আগস্টে প্রথম পরীক্ষা করা হয় এবং ২০২৩ সালের অক্টোবরে দ্বিতীয় নমুনা পরীক্ষা করা হয়। সেটিও পজিটিভ। ২০২৭ সালের আগস্ট পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সের এই ফুটবলারকে। পোগবার বয়স এখন ৩১ বছর এবং নিষেধাজ্ঞা শেষ হলে তাঁর বয়স ৩৪ বছর হবে। বলা বাহুল্য, তাঁর পক্ষে আগের ফর্মে ফুটবল মাঠে ফেরা সহজ হবে না।

   

২০২২ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে চোটের কারণে ফ্রান্স দলে জায়গা করতে পারেননি পল পোগবা। একই সঙ্গে ২০২৩ সালে হাঁটুতে অস্ত্রোপচারের কারণে খুব কম ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রি ট্রান্সফার হওয়ার পর ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের সঙ্গে যুক্ত হন পোগবা। এখনও পর্যন্ত ৯১ টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন এবং নামের পাশে রয়েছে ১১টি গোল।