আইপিএল ২০২৪ (IPL 2024)-এর তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs SRH)। এই হারের পর হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। আন্দ্রে রাসেলকে শেষ পর্যন্ত থামানো খুব কঠিন হয়ে পড়েছিল।’
ম্যাচের পর প্যাট কামিন্স বলেছেন, ‘আমরা খুব ভালো একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছি… ক্রিকেট অসাধারণ একটা খেলা। দুর্ভাগ্যবশত ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। আমরা যেভাবে বোলিং করেছি তাতে আমি সত্যিই খুশি।’
এরপরেই সানরাইজার্সের অধিনায়ক যোগ করেছেন, ‘অবশ্যই আন্দ্রে রাসেল শেষ পর্যন্ত যা করেছেন তাঁকে থামানো খুব কঠিন হয়ে পড়েছিল। সব মিলিয়ে আমি মনে করি, আমরা দারুণ কাজ করেছি। পরিকল্পনা অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করেছি আমরা। ওরা বেশ কিছু ভাল শট খেলেছে, আমাদেরও হয়তো অন্যরকম কিছু করার দরকার ছিল। কিন্তু ইনিংসের শেষ অংশে অরকম ব্যাটিংয়ের বিরুদ্ধে বল করা সহজ নয়।’
“যেভাবেই হোক, ক্লাস (ক্লাসেন) এবং শাহবাজ আমাদের খেলায় ফিরিয়ে আনতে এবং আমাদের সেই অবস্থানে নিয়ে আসার জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। কে ভাবতে পেরেছিলেন আমরা টার্গেট স্কোরের এতটা কাছাকাছি চলে আসব? আমরা প্রতিপক্ষের ঘরের মাঠে খুব ভাল একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছি।’
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৪(২৫)* রান এসেছিল আন্দ্রে রাসেলের ব্যাট থেকে। ২টি চার ও ৭টি ছক্কায় মেরেছিলেন তিনি। লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের সবচেয়ে বেশি রান এসেছে হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে। ৮টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেছেন তিনি।