২০১৯-২০ মরসুম থেকে আইএসএল শিল্ড (ISL League Shield) চালু করেছিল আয়োজকরা। এর শিল্ড বিজয়ী দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পেয়ে যায়। চলতি মরসুমে শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগের মরসুমগুলোতে জিতেছিল কোন কোন দল? চলুন জেনে নেওয়া যাক।
২০১৯-২০ মরসুমে প্রথম আইএসএল শিল্ড জিতেছিল এফসি গোয়া। সের্জিও লোবেরার কোচিংয়ে লিগ পর্বে আধিপত্য বিস্তার করেছিল এফসি গোয়া। ১৮ টি ম্যাচের মধ্যে জিতেছিল ১২টিতে। ৩৯ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছিল।
২০২০ সালে মুম্বই সিটি এফসিতে যোগ দেওয়ার পর লোবেরা এখানেও শিল্ড জয় করেন। এফসি গোয়ার কিছু খেলোয়াড়কে মুম্বাইয়ে নিয়ে এসে তিনি মুম্বইয়ে এনেছিলেন শিল্ড। লিগ পর্বে ২০ টি ম্যাচের মধ্যে ১২ টিতে জিতেছিল, শেষ করেছিল ৪০ পয়েন্টে।
ওয়েন কোয়েল ২০২১-২২ মরশুমে জামশেদপুর এফসিকে আইএসএল শিল্ড শিরোপা জিততে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চেন্নাইযন এফসিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোয়েল জামশেদপুরে কিছু ভালো বিদেশি সই করেছিলেন। যেমন গ্রেগ স্টুয়ার্ট। জামশেদপুর তাদের ২০ টি ম্যাচের মধ্যে ১৩ টি জিতে আইএসএল শিল্ড জিতেছিল।
আইএসএলের প্রথম দল হিসেবে দু’বার লিগ শিল্ড জিতেছিল মুম্বই সিটি এফসি। ২০২২-২৩ মরসুমে দেস বাকিংহামের কোচিংয়ে আইল্যান্ডাররা লিগ শিরোপা জয় করেছিল। ২০টি ম্যাচের মধ্যে ১৪ টি ম্যাচে জিতেছিল এবং হেরেছিল মাত্র দু’টি ম্যাচে।