Paris Olympics: রুদ্ধশ্বাস ম্যাচে জিতে সোনার পদক জয়ের দিকে এগোল ভারত

প্যারিস অলিম্পিক (Paris Olympics) ২০২৪-এ ভারতীয় হকি দল (Indian hockey team) জয় দিয়ে শুরু করেছে। ‘ বি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে অলিম্পিকে দারুণ…

Mandeep Singh, Vivek Prasad & Harmanpreet were the goal-scorers for India

প্যারিস অলিম্পিক (Paris Olympics) ২০২৪-এ ভারতীয় হকি দল (Indian hockey team) জয় দিয়ে শুরু করেছে। ‘ বি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে অলিম্পিকে দারুণ শুরু করেছে তারা। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, বিবেক সাগর প্রসাদ, হরমনপ্রীত। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন লেন স্যাম ও সাইমন। ভারতের পরের ম্যাচ ২৯ জুলাই আর্জেন্টিনার বিরুদ্ধে।

প্রথম কোয়ার্টারে আক্রমণাত্মকভাবে খেলা শুরু করা নিউজিল্যান্ড চতুর্থ মিনিটে গোলের চেষ্টা করে। তবে দারুণ সেভ করেন গোলরক্ষক অভিষেক। ৮ মিনিটে পেনাল্টি কর্নার পায় নিউজিল্যান্ড। গোল করেন লেন স্যাম। ম্যাচে নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথম কোয়ার্টারে তিন মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় গুরজন্ত সিংকে। গ্রিন কার্ড দেখেন তিনি।

   

দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড অধিনায়ক নিক উডস হলুদ কার্ড পাওয়ায় পাঁচ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত স্ট্রাইক নেন এবং মনদীপ সিং গোল করে ভারতকে ১-১ সমতায় ফেরান। তবে নিউজিল্যান্ড এই গোলের বিরুদ্ধে রেফারেল নিলেও আম্পায়ার গোলটি মান্যতা দেন। প্রথমার্ধ পর্যন্ত ম্যাচ ১-১ গোলে ড্র ছিল।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আক্রমণাত্মক খেলা দেখায় ভারতীয় দল। ৩৪ মিনিটে ভিকেক সাগর প্রসাদের দারুণ এক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ৩৬ মিনিটে নিউজিল্যান্ড চারটি পেনাল্টি কর্নার পেলেও ভারত গোল রক্ষা করে লিড ধরে রাখে।

শেষ কোয়ার্টারে ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার পেলেও গোল হয়নি ভারতের পক্ষে। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার পেয়ে নিউজিল্যান্ড গোল করে সমতায় ফেরে। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং ভারতের পক্ষে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন।