হকিতে ইতিহাসের দোরগোড়ায় ভারত, জার্মানির বিরুদ্ধে ‘নজরকাড়া’ রেকর্ড! দেখে নিন

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতীয় হকি দল (Indian Hockey Team) ইতিমধ্যে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স করেছে। সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করতেই ১৪০ কোটি ভারতবাসী উচ্ছ্বাসের…

Indian Hockey Team

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতীয় হকি দল (Indian Hockey Team) ইতিমধ্যে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স করেছে। সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করতেই ১৪০ কোটি ভারতবাসী উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে শুরু করেছে। গোলকিপার পিআর শ্রীজেশের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে ভারতীয় হকি দল কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রিটেনকে ৪-২ গোলে পরাস্ত করেছে। পেনাল্টি শুটআউটে ভারতীয় হকি দল চারটে গোল করেছে। অন্যদিকে, ব্রিটেন মাত্র দুটো গোলই করতে পেরেছে। ব্রিটেনের হামলার সামনে পিআর শ্রীজেশ কার্যত দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। এবার সেমি ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে জার্মানির বিরুদ্ধে খেলতে হবে। এই ম্যাচটি আগামী মঙ্গলবার (৬ অগাস্ট, রাত সাড়ে ১০টা) আয়োজন করা হবে।

জার্মানির বিরুদ্ধে পাল্লা ভারি জার্মানির
প্রত্যেকটা ম্যাচেই যে একটা করে নয়া লড়াই শুরু হয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, গত ম্যাচে ভারতীয় হকি দল যে পারফরম্যান্স করেছে, তাতে শ্রীজেশদের আত্মবিশ্বাস একেবারে সপ্তম স্বর্গে থাকবে। টোকিও অলিম্পিকে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েই ব্রোঞ্জ পদক জয় করেছিল ভারত। প্রসঙ্গত, ৪১ বছর পর টিম ইন্ডিয়া অলিম্পিক টুর্নামেন্টে কোনও পদক জয় করতে পারল।

   

অলিম্পিক টুর্নামেন্টে জার্মানির বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স
অলিম্পিক টুর্নামেন্টে জার্মানির বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় হকি দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। ইতিপূর্বে জার্মানির বিরুদ্ধে ১২টি ম্যাচে ভারতীয় হকি দল পাঁচটিতে জয়লাভ করেছে। অন্যদিকে জার্মানি মাত্র চারটে ম্যাচেই জয়লাভ করেছে। আর তিনটে ম্যাচ ড্র হয়েছে। তবে ভারত বনাম জার্মানি গত পাঁচটি ম্যাচের পরিসংখ্যান যদি লক্ষ্য করা যায়, তাহলে ভারত চারটে ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে, জার্মানি জিতেছে মাত্র একটি ম্যাচ।

প্রসঙ্গত, ১৯৩৬ সালে আয়োজিত বার্লিন অলিম্পিকে ভারতীয় হকি দল জার্মানির বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে (৮-১) জয়লাভ করেছিল। অন্যদিকে, জার্মানি মন্ট্রিয়ল অলিম্পিকে ৭-১ গোলে ভারতকে হারিয়ে দিয়েছিল।

প্যারিস অলিম্পিকে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স
২০২৪ প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতীয় হকি দল দুর্দান্ত পারফরম্যান্স করছে। ৫২ বছর পর এই প্রথমবার তারা অলিম্পিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। যদি বেলজিয়াম ম্যাচের কথা সরিয়ে রাখা যায়, তাহলে ভারতীয় হকি দলকে এই টুর্নামেন্টে অপরাজিত বলা যেতেই পারে। অন্যদিকে, কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে গিয়ে বেলজিয়াম ইতিমধ্যেই চলতি অলিম্পিক টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।

Paris Olympics: অনবদ্য শ্রীজেশ, হকি সেমিফাইনালে ভারত

যদি সেমিফাইনাল ম্যাচে ভারতীয় হকি দল জার্মানিকে হারিয়ে দিতে পারে, তাহলে ফাইনাল ম্যাচে স্পেন কিংবা নেদারল্যান্ডস কোনও একটি দলের বিরুদ্ধে তাদের খেলতে হবে। পাশাপাশি সেমিফাইনাল ম্যাচ জিততে পারলে টানা দুই অলিম্পিক টুর্নামেন্টে টিম ইন্ডিয়া পদক নিশ্চিত করতে পারবে।