কোন ভারতীয় অ্যাথলিটকে কত টাকা পুরস্কার দিল ভারত সরকার? জেনে নিন

২০২৪ প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের অভিযান ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবারের এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া মোট ৬ পদক জিততে পেরেছে। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে…

Paris Olympics 2024

২০২৪ প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) ভারতের অভিযান ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবারের এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া মোট ৬ পদক জিততে পেরেছে। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে ভারতের ঝুলিতে মোট সাতটি পদক এসেছিল। একটা সোনা, দুটো রুপো এবং চারটে ব্রোঞ্জ পদক। ২০২০ টোকিও অলিম্পিকই যে ভারতের সবথেকে সফল টুর্নামেন্ট ছিল, তা চোখ বন্ধ করে বলা যেতেই পারে।

২০২৪ প্যারিস অলিম্পিকের শুটিং ইভেন্টে জোড়া ব্রোঞ্জ পদক জয় করেছেন মনু ভাকর। এরমধ্যে একটা একক ইভেন্টে এবং অন্যটা সরবজ্যোৎ সিংয়ের সঙ্গে মিক্সড টিম ইভেন্টে। এছাড়া স্বপ্নীল সিংও শুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন। নীরজ চোপড়া পুরুষদের জ্য়াভেলিন থ্রো ইভেন্টে রুপোর পদক জয় করেছেন। পাশাপাশি ভারতীয় হকি দল স্পেনকে পরাস্ত করে ব্রোঞ্জ পদক জয় করেছে। এছাড়া আমন সেহরাওয়াত কুস্তিতে ব্রোঞ্জ পদক জয় করেছেন।

   

অবসরের পর রাজনীতিতে পা? ভিনেশের ভবিষ্যতে চাঞ্চল্যকর মোড়!

তবে ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট অতিরিক্ত ওজনের কারণে ছিটকে গিয়েছে। ব্যাপারটা এখনও পর্যন্ত বিশেষ আদালতে ঝুলে রয়েছে। যদি ভিনেশ শেষপর্যন্ত রুপোর পদক জিততে পারেন, তাহলে টোকিও অলিম্পিকের মতো সমসংখ্যক পদক প্যারিসেও ভারত জয় করতে পারে।

২০২৪ প্যারিস অলিম্পিকের পর কোন ভারতীয় অ্যাথলিটকে কত টাকা পুরস্কার দিল ভারত সরকার?

মনু ভাকর
২২ বছর বয়সি এই ভারতীয় শুটারকে কেন্দ্রীয় যুবকল্যাণ এবং ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ৩০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। অলিম্পিক টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনিই ভারতের পতাকাবাহক হবেন।

পুরুষ হকি দল
ভারতীয় হকি দলের প্রত্যেক সদস্যকে ১৫ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই সেকথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক সাপোর্ট স্টাফকে সাড়ে সাত লাখ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে, ওডিশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি ভারতীয় হকি দলের ডিফেন্ডার অমিত রোহিদাসকে ৪ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড়কে ১৫ লাখ টাকা এবং সাপোর্ট স্টাফদের ১০ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অলিম্পিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী রাজ্যের প্রত্যেক হকি খেলোয়াড়কে ১ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

সরবজ্যোৎ সিং
মনু ভাকরের সঙ্গে শুটিংয়ের মিক্সড টিম ইভেন্টে সরবজ্যোৎ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তাঁর হাতে সাড়ে ২২ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। কেন্দ্রীয় যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এই আর্থক পুরস্কার তাঁকে দেওয়া হয়েছে।

নীরজ চোপড়া
নীরজ চোপড়াকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কত টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে, সেটা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। তবে টোকিও অলিম্পিকে সোনার পদক জয় করার পর হরিয়াণা সরকার তাঁকে ৬ কোটি টাকার আর্থিক পুরস্কার দিয়েছিল।

স্বপ্নীল কুশালে
পুরুষদের ৫০ মিটার রাইফেল ইভেন্টে স্বপ্নীল কুশালে ব্রোঞ্জ পদক জয় করেছে। তাঁর হাতে ১ কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই পুরস্কারের কথা ঘোষণা করেছেন।

আমন সেহরাওয়াত
প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছেন আমন সেহরাওয়াত। তাঁর হাতেও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে। কিন্তু, টাকার অঙ্কটা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।