Paris Olympic: অলিম্পিকে গেমস ভিলেজে কীসের মাংস? ব্রিটিশ ও ভারতীয়দের মাথায় হাত

Let the winter night freeze with roasted meat khichuri
Let the winter night freeze with roasted meat khichuri

একশ বছর পর ফের একবার অলিম্পিক (Paris Olympic)  আলোয় রঙিন প্যারিস। ফ্রান্স সরকার চোখ ধাঁধানো অনুষ্ঠান করেছে। এই ক্রীড়া উৎসবে খাদ্য সংকট! বিতর্ক শুরু।

অলিম্পিকের গেমস ভিলেজে ‘কাঁচা মাংস’ খাওয়ানোরও অভিযোগ উঠল। খাবার নিয়ে অভিযোগ তুলেছেন ব্রিটিশ ক্রীড়াবিদরা। এছাড়াও অভিযোগ এসেছে ভারতীয়দের তরফে।

   

অলিম্পিক গেমস ভিলেজে আয়োজকদের পক্ষ থেকেই ক্রীড়াবিদদের রুচি অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। প্যারিসের গেমস ভিলেজেও একই নিয়ম। খাবারের মান নিয়ে ব্রিটিশ খেলোয়াড়রদের অভিযোগ, গেমস ভিলেজে তাদের ‘কাঁচা মাংস’ খেতে দেওয়া হয়েছে। 

ব্রিটিশ খেলোয়াড়ররা নিজেদের উদ্যোগে ভিলেজের বাইরে গিয়ে পছন্দমতো খাবার খেয়ে আসছেন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদপত্রগুলি। ব্রিটিশ ক্রীড়া দলের অভিযোগ, গেমস ভিলেজে ডিম, মুরগির মাংস এবং বিভিন্ন ধরনের শর্করাজাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে নেই।

খাবারের মান নিয়ে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্ডি আনসন ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্যারিস গেমস ভিলেজের খাবারের অবস্থা মোটেও ভালো নয়। ভালো মানের খাবারের অভাব আছে। সেখানে কাঁচা মাংস খেতে দেওয়া হয়েছে।

চাঞ্চল্যকর অভিযোগে অলিম্পিক সরগরম। গেমস ভিলেজে খাবার সরবরাহকারী সংস্থার দাবি, ডিম, মাংস ও শর্করাজাতীয় খাবারের ঘাটতি পূরণের চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে।  অভিযোগ ভারতের অনেক ক্রীড়াবিদ গেমস ভিলেজে গিয়ে নিজেদের প্রয়োজনীয় খাবার পাননি

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন