Argentina:’নিষিদ্ধ’ আর্জেন্টিনার জার্সি, ফুটবল দুনিয়া তোলপাড়

Lionel Messi will visit Bangladesh

‘নিষিদ্ধ’ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার (Argentina) বিখ্যাত (Argentina Jersey) নীল-সাদা জার্সি! এমন ঘোষণায় তীব্র বিতর্ক। ফুটবল দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। বিতর্কিত এই সিদ্ধান্তের জন্য বিশ্বজুড়ে ধিক্কার শুরু হয়েছে। কাঠগড়ায় প্যারাগুয়ে সরকার।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৫ নভেম্বর আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচ হবে। এই ম্যাচ হবে প্যারাগুয়ে দেশে। ম্যাচের আগে স্থানীয়দের আর্জেন্টিনা জার্সি পরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন। জানানো হয়েছে, মেসি কিংবা তার দল আর্জেন্টিনার জার্সি পরে আসতে পারবেন না কোনো প্যারাগুয়ে নাগরিক।

   

প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারিতে অন্য কোনো জার্সি পরা সমর্থকদের প্রবেশের অনুমতি দেব না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না।’

বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচের ‘হোম গ্রা়উন্ড’ প্যারাগুয়ে। আর্জেন্টিনা খেলবে অ্যাওয়ে ম্যাচ। প্যারাগুয়ে জুড়ে চলছে মেসি ম্যানিয়া। এই পরিস্থিতিতে নিজ দেশের ফুটবলারদের মনোবল চাঙ্গা রাখতে ‘হোম’ গ্যালারিতে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে।

Goal . COM জানিয়েছে, প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের এই নিয়ম ‘অ্যান্টি–লিওনেল মেসি’ ব্যবস্থা। তীব্র সমালোচনা করা হয় এই প্রতিবেদনে। তবে প্যারাগুয়ে জানিয়েছে, এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়।  এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া সিদ্ধান্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন